TOP বিজ্ঞান ও প্রযুক্তি

৩০ দিনে ওয়ান মিলিয়নেরও বেশি সেল হলো Xiaomi Redmi 5A,দেখে নিন যাবতীয় ফিচারস

Loading...

গত নভেম্বরে শাওমি ভারতে লঞ্চ করেছিল দেশ কা স্মার্টফোন Redmi 5A। গত ৭ই ডিসেম্বর ফ্ল্যাশ সেল মডেলে শুরু হয়েছিল ফোনের বিক্রি।

এক মাসের মধ্যেই এক মিলিয়ান Redmi 5A বিক্রি হয়েছে বলে জানিয়েছে শাওমি। নিজের টুইটার হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন কোম্পানির ভিপি মনু কুমার জৈন।

দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল Redmi 5A। 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫,৯৯৯ টাকা আর 3GB RAM 32GB স্টোরেজ কিনতে আপনাকে খশাতে হবে ৬,৯৯৯ টাকা। প্রথম ৫ মিলিয়ান ফোনে ১০০০ টাকার ডিসকাউন্ট দিয়েছিল শাওমি। গোল্ড, ডার্ক গ্রে আর রোজ গোল্ড তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় এই ফোনটি।

Redmi 5A তে আছে HD 720p ৫ ইঞ্চি ডিসপ্লে।

ফোনের ভিতরে রয়েছে 1.4GHz কোয়াড-কোর Snapdragon প্রসেসার।

সাথে 2/3GB RAM আর 16/32GB ইন্টারনাল স্টোরেজ।

যদিও microSD কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে ফোনের স্টোরেজ।

Redmi 5A তে আছে 13MP প্রাইমারি ক্যামেরা। সাথে LED ফ্ল্যাশ, PDAF আর f/2.2 অ্যাপারচার।

ফোনের সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.1, GPS আর micro USB পোর্ট। এছাড়াও Redmi 5A এর ভিতরে রয়েছে একটি 3000mAh ব্যাটারি। আর MIUI 9 অপারেটিং সিস্টেম। 

সূত্র -বেঙ্গলি গিজবট

আরও পড়ুন

কোলাঘাটের ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল দু’মাথার বাছুর

সানি লিওনের পর বলিউডে আর এক পর্নস্টারের আবির্ভাব। দেখে নিন ছবিসহ তার পরিচয়

বিয়ের পর কি গোয়ায় থাকবেন দীপিকা-রণবীর?

নিজের সম্ভ্রম বাঁচাতে গায়ে আগুন দিল অষ্টম শ্রেণির ছাত্রী

Loading...

Comments

comments