TOP লাইফস্টাইল

আপনার রাশি অনুযায়ী জেনে নিন শ্রাবণ মাসে কিভাবে শিব-উপাসনা করবেন

Loading...

ভারতীয় জ্যোতিষ অনুসারে, রাশি অনুযায়ী শিবোপাসনা করাই বিধেয়। জেনে নিন, কোন রাশির জন্য কী পদ্ধতি অনুসরণের পরামর্শ দেয় জ্যোতিষ-পরম্পরা।

ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, দেব-উপাসনারও কিছু শর্ত রয়েছে। যে কোনও মানুষ যে কোনও উপায় দেবতার উপাসনা করতে পারেন না। বিশেষ করে সেই দেবতা যদি দেবাদিদেব মহাদেব হন, তা হলে তো জেনে নিতেই হবে, তাঁর সঠিক উপাসনা-পদ্ধতি। ভারতীয় জ্যোতিষ অনুসারে, রাশি অনুযায়ী শিবোপাসনা করাই বিধেয়। জেনে নিন, কোন রাশির জন্য কী পদ্ধতি অনুসরণের পরামর্শ দেয় জ্যোতিষ-পরম্পরা।

• মেষ— শ্রাবণে মেষ রাশির জাতক যদি শিবলিঙ্গে কাঁচা দুধ এবং দই প্রদান করেন, তা হলে তাঁর মঙ্গল ঘটবে। সেই সঙ্গে কর্পূরের দীপ জ্বালানোও প্রয়োজন।

• বৃষ— এই রাশির জাতকরা যদি শ্রাবণে শিবলিঙ্গকে আখের রসে স্নান করান, তা হলে তাঁরা শুভ ফল লাভ করবেন।

• মিথুন— এই রাশির জাতকের জন্য স্ফটিক শিবলিঙ্গে কুমকুম, চন্দন ও সুগন্ধী প্রদানের নির্দেশ দেয় জ্যোতিষশাস্ত্র।

• কর্কট— এই জাতকেরা অষ্টগন্ধা ও চন্দন দিয়ে শিব উপাসনা করলে ভাল ফল পাবেন।

• সিংহ— সিংহজাতকেরা শিবের প্রতি ফলের রস, জল ও চিনি উৎসর্গ করবেন। ধুতরোর মালা পরাবেন শিবলিঙ্গে।

• কন্যা— এই জাতক শিবলিঙ্গে বেলপাতা চড়াবেন। সঙ্গে ধুতরো চলতে পারে। জল ও কর্পূর প্রদান করবেন মহাদেবকে।

• তুলা— এই জাতক বিভিন্ন পুষ্প, বেলপাতা, ধুতরোর ফল শিবকে প্রদান করলে শুভফল লাভ করবেন।

• বৃশ্চিক— বিশুদ্ধ জলে শিবপূজা সারবেন। ঘি ও মধু শিবলিঙ্গে লেপন করবেন। পরে শুদ্ধ জলে শিবলিঙ্গ ধুয়ে ফেলবেন। এবং এর পরে আরতি করে পূজা সাঙ্গ করবেন।

• ধনু— শুকনো ফল শিবলিঙ্গকে উৎসর্গ করাই বিধেয়। বেলপাতাও এঁদের জন্য পবিত্র।

• মকর— এই রাশির জাতক শিবলিঙ্গে আটা লেপন করবেন। শ্রাবণে আটা দান করাও এঁদের পক্ষে মঙ্গলজনক।

• কুম্ভ— কালো ও সাদা তিল শিবকে উৎসর্গ করবেন। ফল শুভ হবে।

• মীন— অশ্বত্থ গাছের নীচে শিবলিঙ্গের উপাসনাই বিধেয়। বেলপাতা প্রদান প্রয়োজন। পূজা শেষে অবশ্যই আরতি করবেন।

সবচেয়ে জনপ্রিয় খবরগুলি:

কোনো টাকা লাগবে না, আজীবন ফ্রি নেট, ভয়েস কল! জিও-র এই মেসেজটি পেয়েছেন নাকি!

গাড়ির মধ্যে যাত্রীর সামনেই যৌনকর্মীর সঙ্গে উদ্দাম যৌন সঙ্গম উবের চালকের, ভাইরাল ভিডিও

চুল্লিতে ঢোকানোর আগেই নড়ে উঠল মৃতদেহ! আত্মীয়রা ছুটলেন হাসপাতালে

পরিবারের সবার সামনেই এই 16 বছরের কিশোরীকে ধর্ষণের নিদান

মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটাতে গিয়ে এ কী হাল হল অক্ষয় কুমারের! ভিডিওতে দেখুন

‘মণিবন্ধন’, ‘বার্হিমুখম’, ‘দ্বোয়াজা’! ‘বাহুবলী’র এই তিন তীর ছোড়ার কৌশল জানত প্রাচীন ভারতও!

Loading...

Comments

comments