TOP লাইফস্টাইল

শারীরিক সম্পর্কের সময় মেয়েরা কাঁদে, কিন্তু কেন কাঁদে জানেন কি?

Loading...

সঙ্গীর সঙ্গে রোমান্টিক সেক্সের পরও অর্ধেকের বেশি মহিলারা পরম সুখে হাসে না। বরং অঝোর ঝারায় কাঁদে। যৌনতার পর তারা নিজেদের দুর্দশাগ্রস্ত মনে করেন। সেক্সুয়াল মেডিসিন জার্নালে প্রকাশিত যৌন মিলনের সময় কিছু কিছু মেয়ে কাঁদে এটি একটি মানসিক অবস্থা ‘পোস্ট-সেক্স ব্লুস’ বলা যাবে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘পোস্টু কইটাল ডিসফোরিয়া’ বা পিসিডি বলা হয়। সেক্সের পর কাঁদা , বিষণ্ণতাবোধ, আগ্রাসী মনোভাবের শিকার বলে মনে হওয়া এবং উৎকণ্ঠা বোধ হওয়া এ সমস্যারই লক্ষণ। সম্প্রতি এক গবেষণায় আমেরিকায় ২৩০ জন মহিলার ওপর সমীক্ষা চালানো হয়। এদের ৫ শতাংশ জানান, গত মাসগুলোতে বেশ কয়েকবার তাদের এ সমস্যা হয়েছে।

২০১১ সালে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব সেক্সুয়াল হেলথ এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এক-তৃতীয়াংশ মহিলা তৃপ্তিদায়ক যৌনকর্মের পরও বিষণ্ণতায় ভোগেন। তারা কাঁন্নার পেছনে বেশ সময়ও ব্যয় করেন। এমনকি সেক্সের আগেও অনেক মহিলা আবেগ ঘনীভূত হয়ে পড়েন।

২৮ বছরবয়সী লরা নামের এক মহিলা জানান যে, সঙ্গী তাকে জড়িয়ে ধরার পরই তিনি হাউহাউ কেঁদে ফেলেছিলেন। অনেক সময় এ কাঁদা বা বিষণ্ণতা অবস্থা কয়েক ঘণ্টা ধরে স্থায়ী হতে পারে। অনেক সময় সেক্সের পর রাতে ঘুমিয়ে সকালে ওঠার পরও মনে হয়, মনটা খারাপ হয়ে আছে।

২৫ বছর বয়সী সোফি জানান, সেক্সের পর প্রায়ই আমি কাঁদি। আমার কাছে মনে হয়, হয়তো এ অবস্থা কাটিয়ে ওঠার জন্যে দেহে অনেক বেশি হরমোনের প্রয়োজন। মিলনের সময় কিছু কিছু মেয়ে কাঁদে কেন? এ বিষয়ে বিশেষজ্ঞ ড. পেট্রা বয়নটন জানান, যৌনতার পর দুঃখবোধ হওয়া বা বিষণ্ণ হয়ে পড়ার বিষয়টি অনেকগুলো কারণের ওপর নির্ভর করতে পারে।

নানা ধরনের আবেগ নানাভাবে প্রভাবশালী হয়ে ওঠে। এমনকি সেক্সের পরেও ছেলেরাও কাঁদতে পারেন। ৩১ বছর বয়সী চার্লি জানান, জীবনে প্রথমবার সেক্স করার পর প্রচুর কেঁদেছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম।

আরও পড়ুন:

মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্লীল পোস্ট ফেসবুকে, ফের বিতর্কে ‘Bankura Memes’

এতদিন ধরে বাবা ‘ধর্ষণ’ করেছে, ১২ বছরে এসে বুঝল মেয়ে! ৭ বছর ধরে সে ধর্ষণের শিকার!

Loading...

Comments

comments