TOP লাইফস্টাইল

আপনি যে ওযুধ খাচ্ছেন নকল নয়তো ? নতুন রিপোর্টে চাঞ্চল্য, জেনে নিন

Loading...

জাল ওষুধ কোনও নতুন সমস্যা নয়। সারা পৃথিবীতেই এটা খুব গুরুত্বপূর্ণ এক সমস্যা। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-র এক গবেষণাপত্র সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে বলা হয়েছে, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ও মধ্যবিত্ত দেশগুলির বাজারচলতি ওষুধের মধ্যে ১০টির ভিতর ১টিই জাল!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, এই নকল ওষুধগুলি যে কেবল চিকিৎসা করতে ব্যর্থ তা নয়, এই ধরনের ওষুধ খেলে রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে, এমনকী তার মৃত্যুও হতে পারে! এ ব্যাপারে সতর্ক করেছেন ‘হু’-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেসাস। ওই গবেষণাপত্রে বলা হয়েছে ২০১৩ সালে জাল ওষুধ সংক্রান্ত ১৫০০ কেস বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে আসে। তখন থেকেই নড়েচড়ে বসে ‘হু’।

ঠিক কোন ধরনের ওষুধে জালিয়াতি হচ্ছে। ‘হু’ জানিয়েছে, গত ৪ বছরে যত অভিযোগ জমা পড়েছে, তা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গিয়েছে, ক্যানসার থেকে গর্ভ নিরোধক নানা ধরনের ওষুধের ক্ষেত্রেই জালিয়াতি ধরা পড়েছে।

ভারত-সহ সারা পৃথিবীই এই সমস্যায় আক্রান্ত। ওষুধের জালিয়াতি নিয়ে ‘হু’-এর এমন রিপোর্টে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন 

শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর

বছর পার হলেও, মুম্বই হামলার ক্ষত এখনও তাজা এই সাহসীদের মনে!দেখুন এক নজরে

গৃহস্থের বাড়ি এসে আজব কীর্তি করল চুরি করতে আসা চোর

গত ১০ বছরে ভারতে মোট ১৪০৫টি রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৫০৫ জনের! বলছে সমীক্ষা

কিছুসিক্রেট’, যা মেয়েরা কখনওই ছেলেদের সঙ্গে শেয়ার করেন না। কি সেগুলি?

 

 

সুত্রঃ Ebela

Loading...

Comments

comments