TOP সোশ্যাল

কোলাঘাটের ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল দু’মাথার বাছুর

Loading...

এক শরীর কিন্তু দু’টি মাথা। শুনতে অবাক লাগলেও, এমনটাই ঘটেছে গত বুধবার রাতে কোলাঘাটের ব্রাহ্মণ পরিবারে। সবাইকে অবাক করে জন্ম নিয়ে দুই মাথা যুক্ত এক অদ্ভুত দর্শণ বাছুর। আর একথা প্রকাশ্যে আসতেই কোলাঘাটের মেষাড়া এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। অদ্ভুত দর্শণ বাছুরকে দেখতে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ। তবে দুর্ভাগ্যবশত কয়েকঘণ্টা পরেই বাছুরটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলাঘাট থানার অন্তর্গত মেষাড়া এলাকার বাসিন্দা নমিতা চক্রবর্তী। বুধবার রাতে তাঁদের গোয়ালঘরে অন্তঃসত্ত্বা একটি গাভি ওই কালো সাদা বাছুরের জন্ম হয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যায় যে ওই সদ্যজাত বাছুরটির দুটি মাথা ও তিনটি কান রয়েছে। তাই বাকি অংশের শারীরিক গঠন সব ঠিক থাকলেও ব্যতিক্রমী এই বাছুরটিকে দেখে সকলের চোখ কপালে ওঠে। অদ্ভুত শারীরিক গঠনের বাছুরটিকে দেখে নমিতাদেবীর পরিবারের সদস্যরা তাজ্জব বনে যান।

এদিকে কিছুক্ষণের মধ্যে সেই খবর চাউর হয়ে যায় এলাকায়। খবর মিলতেই সঙ্গে সঙ্গেই এদিন কোলাঘাটের নমিতাদেবীর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন এলাকার উৎসাহী বহু বাসিন্দাই। গোটা ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য দেখা দেয়। কিন্তু জন্মানোর বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকলেও, শেষপর্যন্ত মারা যায় শাবকটি। এ প্রসঙ্গে নমিতাদেবীর বক্তব্য, “অস্বাভাবিকভাবেই গোয়ালঘরে এই বাছুরটি জন্ম নিয়েছিল। কিন্তু শেষমেশ আর সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়নি।”

এই প্রথম নয়, এর আগে গত বছর ডিসেম্বরে বাঁকুড়ার পাত্রসায়রের হদল নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মুড়োপাড়া গ্রামে জন্ম নিয়েছিল দু’মুখো বাছুর। কোলাঘাটের মতোই সেই বাছুরটির দুটো মুখ থাকলেও ধড় ছিল একটি। আর পাঁচটা গরুর মতোই ছিল শরীরের বাকি অংশ। অদ্ভুতদর্শন বাছুরটিকে দেখতেও ভিড় করেছিলেন প্রচুর মানুষ। তারপর আবার এদিনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

সুত্র ঃ সংবাদ প্রতিদিন

আরও পড়ুন

সানি লিওনের পর বলিউডে আর এক পর্নস্টারের আবির্ভাব। দেখে নিন ছবিসহ তার পরিচয়

বিয়ের পর কি গোয়ায় থাকবেন দীপিকা-রণবীর?

নিজের সম্ভ্রম বাঁচাতে গায়ে আগুন দিল অষ্টম শ্রেণির ছাত্রী

আমদাবাদ বিমানবন্দরে রানওয়ের কাছে গরু, নামতে পারল না দু’টি আন্তর্জাতিক উড়ান

Loading...

Comments

comments