TOP লাইফস্টাইল

অন্য রকম সেক্স-এর অনুভূতি

Loading...

থ্রিসাম সেক্সকে কখনওই ভাল চোখে দেখা হয় না ভারতীয় সমাজ। কিন্তু ভারতীয় রাজারা যুগ যুগান্ত ধরে এই ধরণের কর্ম চালিয়ে এসেছেন। যতদিন বহুবিবাহ প্রথা চালু ছিল এদেশে, ততদিন সাধারণ মানুষও নিজের ইচ্ছে মতো এই প্রথা চালিয়ে এসেছেন

আমাদের আধুনিক সমাজে এই ধরনের সেক্স আইনসম্মত না হলেও নানা ভাবে লুকিয়ে গোটা দেশ জুড়েই থ্রিসাম সেক্সের কর্ম চলে আসছে। কিন্তু বিদেশে একটি অভিনব পদ্ধতিতে থ্রিসাম করার চল হয়েছে যেখানে আদতে তৃতীয়জনকে সশরীরে থাকতে হচ্ছে না অথচ তাঁকে অনুভব করা যাচ্ছে।

সম্প্রতি অতি জনপ্রিয় হয়েছে ওয়েরেবল টেক ভার্চুয়াল হেডসেট। এগুলিতে কোনও ভিডিও দেখলে মনে হবে যেন ভিডিওর চরিত্রেরা ঘোরাফেরা করছে আপনার আসে পশে, যেন তাদের স্পর্শ করা যাবে।

 

আরও পড়ুন:

 অবৈধ সম্পর্ক বউমার সঙ্গে, সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী।

ভার্জিন মেরির ছবিতে এবার ভেসে উঠল পর্নস্টার মিয়ার মুখ। তুমুল সমালোচনা নেটদুনিয়ায়

ফেসবুকেশুভ সকাললিখে পোস্ট করার আগে সাবধান!

সবুজের আস্তরণে সবুজসাথী সাইকেল! মমতার নামকরণেসার্থক’,

অর্থ ভাগ্য জয় করতে পাথর অপরিহার্য অংশ।

 

 সুত্রঃ

Loading...

Comments

comments