TOP বিনোদন

শশী কাপুরের বিতর্কিত তিন ছবি সম্বন্ধে জেনে নিন

Loading...

ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র শশী কাপুর প্রয়াত হয়েছেন৷ দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজ করেছেন তিনি৷ শতাধিক ছবি আছে তার ঝুলিতে৷ এর মধ্যে বহু ছবি আছে যা সবার হাততালি কুড়িয়েছে৷ আবার কিছু ছবিকে ঘিরে উঠে এসেছে বিবাদ বির্তক৷ তেমনই তিন বিতর্কিত ছবির সুলুক সন্ধান দেওয়া হল এই প্রতিবেদনে৷

সিদ্ধার্থ: ১৯৭২ সালে মুক্তি পায় সিদ্ধার্থ ছবিটি৷ হার্মান হেসের উপন্যাসের অবলম্বনে ইংরেজীতে বানানো হয় ছবিটি৷ পরিচালক ছিলেন করনাড রুকস৷ ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করেছিলেন শশী কাপুর ও সিমি গারেওয়াল৷ এই ছবিকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে৷ ছবির এক দৃশ্যে সিমি গারেওয়ালকে সম্পূর্ণ নগ্ন দেখানো হয়েছিল৷ সেই সময় ভারতীয় চলচ্চিত্রে চুম্বন দৃশ্য দেখানো হত না৷ সেখানে ছবির নগ্ন দৃশ্য কতটা ঝড় তুলতে পারে তা সহজেই অনুমেয়৷

সত্যম শিবম সুন্দরম: ১৯৭৮ সালে মুক্তি পায় ছবিটি৷ মুখ্য চরিত্রে ছিলেন শশী কাপুর ও জিনাত আমান৷ ছবির পরিচালক রাজ কাপুর৷ মুক্তি পাওয়ার পর ছবিটি উচ্চ প্রশংসিত হয়৷ ছবির গানগুলি সাড়া ফেলে দেয়৷ কিন্তু এই ছবিতে জিনাত আমনকে এমনই খোলামেলা পোশাকে দেখা গিয়েছিল যারজন্য তখন ছবিটি নিয়ে বিতর্ক দানা বাধে৷

উৎসব: ১৯৮৪ সালে মুক্তি পায় ছবিটি৷ মুখ্য মুখ্য ভুমিকায় অভিনয় করেছিলেন রেখা ও শেখর সুমন৷ ছবিটি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন শশী কাপুর৷ ছবিতে রেখাকে অনেক সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে৷ ছবির একটি দৃশ্যে রেখা ও শেখর সুমনকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে৷ সেই দৃশ্য দেখে অনেকের ঘাম বেরিয়ে গিয়েছিল৷ ছবিটির পরিচালক ছিলেন গিরীশ কারনাড৷

সূত্র ঃ কলকাতা ২৪*৭

আরও পড়ুন

বিরুষ্কা’র বিয়েতে আমন্ত্রিত কোন কোন সেলিব্রিটিরা? জেনে নিন

গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল একদা সচিন তেন্ডুলকরের চিকিৎসক ডাক্তার প্রকাশ ভাজের

ক্লাস-৮ পাশ করলেই ফ্লিপকার্ট-এ পেতে পারেন ৬৬ হাজার টাকার চাকরি

সোশ্যাল সাইটেই নিজের মা হওয়ার ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী অনিতা হাসনান্দানি

Loading...

Comments

comments