TOP আন্তর্জাতিক

কেন ভ্যাটিক্যান সিটির সঙ্গে শিবলিঙ্গের হুবুহু মিল জানেন কি?

Loading...

দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দু মন্দির অবস্থিত৷ ইতিহাসবিদদের মতে, বৈদিক যুগে হিন্দু মন্দির নাকি বিশ্বের কোথাও ছিলনা৷ বৈদিক যুগের শেষের দিক থেকে মাটির প্রতিমা পুজো করার রীতি প্রচলিত ছিল৷ আশ্চর্যের বিষয় আফগানিস্তানে ১৯৫১সালে প্রথম একটি হিন্দু মন্দিরের খোঁজ পাওয়া গিয়েছিল৷

সব ধর্মই সমান৷ আর তা সনাতন ধর্ম থেকেই উদ্ভুত৷ ঐতিহাসিকবিদ পি এন ওক জানিয়েছেন, ভ্যাটিক্যান শব্দটি এসেছে একটি সংস্কৃত শব্দ ভ্যাটিকা থেকে৷ যার অর্থই ছিল বৈদিক সংস্কৃতি৷ অপরদিকে ক্রিস্টিয়ানিটি কথাটিও এসেছে একটি সংস্কৃত শব্দ কৃষ্ণ নীতি থেকে৷ অপরদিকে, আব্রাহাম কথাটি এসেছে ব্রহ্মা থেকে৷ তাই তিনি দাবি করেছেন, খ্রীষ্টান এবং ইসলাম এই দুই ধর্মই এসেছে বৈদিক ধর্ম থেকে৷ এই বিষয়ে আরও একটি বিষয় কিন্তু খুব স্পষ্ট৷ খুব উঁচু থেকে যদি ভ্যাটিক্যান সিটির ছবিটি নেওয়া হয় তাহলে ভ্যাটিক্যান সিটির আকার আর শিবলিঙ্গের আকৃতি কিন্তু প্রায় এক৷

ভ্যাটিক্যান সিটি এবং শিবলিঙ্গের মধ্যে যে সমতা খুঁজে পাওয়া যায়, এক্ষেত্রে একটি বিষয় কিছুটা হলেও কিন্তু স্পষ্ট৷ ভ্যাটিক্যান সিটি বৈদিক সংস্কৃতির স্থান ছিল একসময়৷  পাশাপাশি আরও বেশ কয়েকটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভ্যাটিক্যান সিটিতেই খননকার্য চালানোর সময় একটি শিবলিঙ্গ উদ্ধার হয়৷ এই শিবলিঙ্গটি বর্তমানে রোমের সংগ্রহশালাতে রয়েছে৷

তবে, ভ্যাটিক্যান সিটিই শুধু নয়৷ কম্বোডিয়াতেও এই ধরণের হিন্দু মন্দিরের খোঁজ পাওয়া গিয়েছে বেশ কিছু৷ হিন্দু ছাড়াও বৌদ্ধ মন্দিরও খুঁজে পাওয়া গিয়েছে এই স্থানে বেশ কিছু৷ এই দেশেই রয়েছে বিখ্যাত অঙ্গর ওয়াট মন্দির৷ যেটি সিয়েম রীপ এলাকায় অবস্থিত৷ প্রায় ৯০০বছরের পুরোনো এই মন্দিরটি৷

১৯৪০ সালে ভূতত্ত্ববিদ এম. এস ভ্যাট হরপ্পা থেকে তিনটি শিবলিঙ্গ উদ্ধার করেন৷ তাঁর মতে, এই সমস্ত শিব লিঙ্গগুলি প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো৷ বালিতেও পাথরের তৈরি একটি হিন্দু মন্দির উদ্ধার হয় এখানে৷ ঐতিহাসিকবিদদের মতে, ত্রয়োদশ এবং পঞ্চোদশ শতাব্দীতে এই মন্দিরটি উদ্ধার হয়েছিল৷

সূত্র ঃ কলকাতা ২৪*৭

আরও পড়ুন

জানেন কি সতীদাহ প্রথা উঠে গেল কার উদ্যোগে?

পৃথিবীর গভীরে হামমমম… আওয়াজের সন্ধান পেলেই মিলতে পারে এলিয়ানদের খোঁজ! বলছেন বিজ্ঞানীরা

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এবার বিয়ার থেকে পেট্রোল তৈরি করবেন

২০১৮ সালে অ্যাপেল ফিরিয়ে আনছে মেটাল বডির আইফোন

Loading...

Comments

comments