TOP বিনোদন

আসছে জুরাসিক পার্ক সিরিজের নতুন ছবি, দেখে নিন সেই ছবির ট্রেলর

Loading...

এমন একটা জায়গা যেখানে চারিদিকে বিস্ফোরক মজুত রয়েছে। বিশালাকার ডাইনোসরেরাও সুরক্ষিত নয় সেখানে। এমনই এক দ্বীপে রয়েছেন এক দল মানুষও। তার পর, দুই শিবিরের বাঁচার লড়াই। কার্যত যুদ্ধের ইঙ্গিত।

জুরাসিক পার্ক।

নামটা শুনলেই একটা অদ্ভুত অনুভূতি হয় সিনে প্রেমীদের। গায়ে কাঁটা দেওয়া অনুভূতি। শুক্রবার মুক্তি পেল জুরাসিক পার্ক সিরিজের নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড: দ্য ফলেন কিঙ্গডম’-এর ট্রেলর। এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি করেছেন একজিকিউটিভ প্রযোজক স্টিভন স্পিলবার্গ। এই ছবিতেও ক্রিস প্র্যাট এবং ব্রিস ডালাসকে দেখা যাবেওয়েন ও ক্লেয়ারের চরিত্রেই।

ওয়েন ও ক্লেয়ার ওই দ্বীপে গিয়ে জানতে পারে দ্বীপটিতে যে কোনও সময় বিস্ফোরণ ঘটবে। সেখান থেকেই ডাইনোসরদের বাঁচানোর লড়াই শুরু হয়। তবে সেই কাজ মোটেই এতটা সহজ নয়। নিজেদেরকেই পড়তে হয় নানা প্রতিকূলতার মুখে। একটি সিনে দেখা যায়, ক্রিস প্র্যাটের উন্মত্ত চিত্কার, ‘রান রান রান’! প্রায় আড়াই মিনিটের ট্রেলরে নতুন করে এক জুরাসিক সিরিজের খোঁজ দিয়েছেন পরিচালক জে এ বয়োনা।

শেষ পর্যন্ত জয় হয় কার, তা দেখার জন্য এখন শুধুই অপেক্ষা।  এই নতুন ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের ২২ জুন।

সূত্র ঃ আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন

নতুন বউ ভারতীকে কেমন আপ্যায়ন করল শ্বশুরবাড়ি? দেখুন ভিডিওতে

প্রায় ৩৭ লক্ষ বছরের পুরনো ‘লিটল ফুট’ প্রজাতির পরিপূর্ণ কঙ্কাল উদ্ধারের চেষ্টায় সফল হলেন গবেষকরা

আজ:বৃহস্পতিবার14 ডিসেম্বর, 2017: রাশিফলে জেনে নিন কেমন যাবে আপনার দিনটি

ঘরোয়া কাজে ঠান্ডা পানীয়র কেরামতির কথা কি জানা আছে আপনার

 

Loading...

Comments

comments