TOP লাইফস্টাইল শিক্ষা ও স্বাস্থ্য

ভালোবাসার সঙ্গে মাংসপেশীও মজবুত রাখে ‘লাভ হরমোন’

Loading...

কাউকে দেখে কি আপনার বুকের ভিতর কিছু হয়? যদি এমন হয় তবে জেনে রাখুন আপনার শরীরে বর্তমানে লাভ হরমোন এর জন্য দায়ী৷ এই ধরনের হরমোনই প্রেম সংক্রান্ত মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায়৷ যাকে আপনি পছন্দ করেন তাকে দেখার পর এই লাভ হরমোন শুধু আপনার ভাবকেই সক্রিয় করে তা নয় এটি আপনার পুরোনো মাংসপেশীগুলিকেও নতুন ভাবে কাজ করতে সাহায্য করে৷ এই লাভ হরমোনোর নাম অক্সিটোসিন৷ একটি গবেষণা থেকে জানা গেছে, অক্সিটোসিন হরমোন সহবাসের পাশাপাশি মাংসপেশীর স্বাস্থ্যকেও ঠিক রাখে৷

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলীর বায়োইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রধান গবেষক ইরিনা কানবয় জানিয়েছেন, তারা গবেষণার মাধ্যমে এমন একটি অনু খুঁজে পেয়েছেন যা ক্যানসারের ঝুঁকি ছাড়াই পুরোনো মাংসপেশীকে সক্রিয় করে তুলতে পারে৷ তিনি জানান, ‘এই হরমোনের প্রভাবেই ছোট বাচ্চা দেখলে আমাদের আনন্দ হয়৷’

একটি গবেষণায় সামনে আসে, বয়স বাড়ার সঙ্গে একটি বৃদ্ধ ইঁদুরের রক্তে অক্সিটোসিনের মাত্রা কমে যায়৷ মাংসপেশির মেরামত করার ক্ষেত্রে অক্সিটোসিনের ভূমিকা জানতে গবেষকেরা একটি বৃদ্ধ ইঁদুরের আহত মাংসপেশীর ত্বকের নিচে এই হরমোনের ইনজেকশন দেওয়া হয়৷ নয় দিন ধরে চিকিৎসা করার পর দেখা যায় যে ইঁদুরকে ওই ইনজেকশন দেওয়া হয়েছিল তাদের আহত মাংসপেশি অনেক বেশি সুস্থ৷ গবেষকেরা ও বলেন অক্সিটোসিনের অভাব ঘটনা মাংসপেশীতে এই ব্যপক প্রভাব পড়তে দেখা যায়৷ তারা জানান হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির জন্য অক্সিটোসিন একটি জীবনদায়ী বিকল্প হতে পারে৷ নেচার জার্নল কমিউনিকেশনে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে৷

সবচেয়ে জনপ্রিয় খবরগুলো:

Loading...

Comments

comments