TOP নিউজ

ফের কন্যাশ্রী প্রকল্পের সাফল্য, নাবালিকার বিয়ে রুখলেন বিডিও

এক নাবালিকা ছাত্রীর বিয়ে আটকাল প্রশাসন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কদমডিহা গ্রামের ঘটনা এটি। কন্যাশ্রী প্রকল্পের আওতায় থাকা ওই নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে বলে খবর পান এলাকার বিডিও। খড়্গপুর চাইল্ড লাইনের পক্ষ থেকে এই খবর যায় বিডিওর কাছে। দশম শ্রেণির ওই ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত বলেও খবর পান বিডিও মহম্মদ ওয়াসি উল্লাহ। সাঁকরাইল থানার পুলিশের […]