TOP বিনোদন

ভাইরাল হলো অক্ষয় কুমারের ড্রিম প্রজেক্ট ‘কেশরী’ ফার্স্ট লুক।

অক্ষয় কুমারের চমকের শেষ নেই। হ্যাঁ, তাঁর ক্ষেত্রে আপাতত এমন কথাই প্রযোজ্য। কারণ, ফের একটি নতুন ছবির প্রথম ঝলক নিয়ে হাজির তিনি। ‘রুস্তম’, ‘গোল্ড’-এর পর ফের একটি ঐতিহাসিক কাহিনি নির্ভর ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার। ১৮৯৭ সালে ‘সারগড়ীর যুদ্ধ’ -র প্রেক্ষাপটে তৈরি এই ছবির নাম ‘কেশরী’। অক্ষয় ও পরিচালক কর্ণ জোহরের স্বপ্নের এই প্রোজেক্টে হাবিলদার […]