TOP বিজ্ঞান ও প্রযুক্তি

গোপনীয়তার স্বার্থে আধার-সিম সংযোগ এবার স্বয়ংক্রিয়, জানালো আধার কর্তৃপক্ষ

এসএমএসের মাধ্যমে ওটিপি পাঠিয়ে মোবাইল সিমের সঙ্গে আধার সংযুক্তিকরণ করবেন না, স্পষ্ট জানিয়ে দিল ইউআইডিএআই বা আধার কর্তৃপক্ষ। প্রথমদিকে ইউআইডিএআই জানিয়েছিল, ১ ডিসেম্বর থেকে মোবাইলে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ব্যবহার করে আইভিআরএস ব্যবস্থায়  অর্থাত্ ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমে সিমকে (মোবাইল নম্বর) আধারের সঙ্গে সংযুক্ত করতে হবে। এছাড়াও অসুস্থ, অক্ষম, প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে সিম-আধার […]