TOP বিনোদন

করিনার তৈমুর, শাহিদের মিশরের সঙ্গে টক্কর এবার সানি লিওনের নিশার

Loading...

ইতিমধ্যেই সংবাদমাধ্যমের নজরে সানি লিওনের মেয়ে

লাতুর থেকে ২১ মাসের ছোট্ট নিশাকে দত্তক নিয়েছেন সানি লিওন l স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে একযোগে এখন ছোট্ট নিসার দেখভাল করছেন প্রাক্তন পর্নস্টার l কিন্তু, সন্তান দত্তক নেওয়া থেকে শুরু করে এ পর্যন্ত, সানিকে শুনতে হচ্ছে নানা রকম ‘কুকথা’ l

মেয়ের ছবি প্রকাশ্যে আনায় নিশাকে ‘নিজের মত তৈরি করো না’ বলে কটাক্ষ করা হচ্ছে সানিকে l আবার কখনও ছোট্ট মেয়েটিকে সানি কেন দত্তক নিলেন বলেও প্রশ্ন ছোড়া হচ্ছে l কিন্তু, যত সমালোচনাই হোক না কেন, সানি কিন্তু নিজের জায়গায় স্থির l

কারও কোনও মন্তব্যেরই পালটা জবাব দিছেন না বলিউডের ‘বেবি ডল’l কিন্তু, এত গেল সমালোচনার কথা l জানেন কি, সানির নিশা এখন রীতিমত সংবাদের শিরোনামে l শুধু তাই নয়, করিনার ছেলে তৈমুর আলি খান এবং শাহিদ কন্যা মিশাকে জোর টক্কর দিচ্ছে নিশা l তৈমুর ইবিং মিশর পাশাপাশি নিশাকে নিয়েও চলছে জোর চর্চা l

11-14 করিনার তৈমুর, শাহিদের মিশরের সঙ্গে টক্কর এবার সানি লিওনের নিশার

সানি, ড্যানিয়েলের সঙ্গে ছোট্ট মিশা

কেন কন্যা সন্তান দত্তক নিলেন সানি, ড্যানিয়েল? সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে ড্যানিয়েল বলেন, প্রায় ২ বছর আগেই তাঁরা দত্তক নেওয়ার জন্য আবেদন করেছিলেন l একটি অনাথ আশ্রমের কাছেই ওই আবেদন করেছিলেন ওয়েবার দম্পতি l শুধু তাই নয়, জীবনে কখনও সন্তান দত্তক নেওয়ার মত শান্তির কাজ করতে পারবেন, তা নাকি কখনও ভাবতেও পারেননি সনি, ড্যানিয়েলরা l

গতকালের সবচেয়ে জনপ্রিয় খবরগুলো:

প্ল্যাটফর্মে অন্য মহিলার সঙ্গে প্রেম, হাতেনাতে ধরে স্বামীকে ধোলাই স্ত্রীর

এবার দামাল হল দিঘা, একদম অন্য রূপ নিল! জানলায় চোখ পর্যটকদের

আপনি কি জানেন, ফ্রি Wi-Fi পেলে ভারতীয়রা ছেলে-মেয়েরা কী দেখেন?

সৌন্দর্য বাড়াতে সেক্স কেনও জরুরি? জেনে নিন

মাসে গুনে গুনে মোট ১১ বার যৌন মিলন করুন, আর ম্যাজিক নিজের চোখেই দেখুন!

অতিরিক্ত হস্তমৈথুন ছাড়তে সঙ্গী থাকুক এই টিপসগুলি

স্তনের আকার ছোট হয়ে কেন জানেন?

Loading...

Comments

comments