TOP বিনোদন

সোশ্যাল সাইটে ফের ঝড় তুললেন অভিনেত্রী সানি লিওন

Loading...

সোশ্যাল সাইটে ফের ঝড় তুললেন অভিনেত্রী সানি লিওন। নগ্ন হয়েই করলেন ফটোশুট। তাও আবার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে।
ভাবছেন, নীল ছবির প্রাক্তন নায়িকা তো এখন বলিউডের হার্টথ্রব। তাহলে কেন ফের নগ্ন ফটোশুট করছেন সানি? সানি এবার নগ্ন ফটোশুট করলেন ‘পেটা’-র জন্য। যার ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ইঙ্ক, নট মিঙ্ক।’ শুধু তাই নয়, নিজের গায়ের রং নিয়ে জীবজন্তুরা যেমন একটুও ভাবিত নয় মানুষেরও তেমনই থাকা উচিত বলেও সানি-ড্যানিয়েলের ওই ফটোশুটে বার্তা দেওয়া হয়েছে।

পাশাপাশি, চামড়া এবং পশমের জন্য পশুদের উপর অত্যাচার বন্ধের দাবিতে ফটোশুটে সরব হয়েছেন সানি। সানির ন্যুড শুটের ভিডিও টুইট করেছে ‘পেটা’। দেখুন সেই ভিডিও..

সুত্রঃ ২৪ ঘণ্টা

আরও পড়ুন

প্রেমিকা অন্যের শয্যাসঙ্গীনি, জানতে পেরেই ‘আত্মঘাতী’ দমদমের শেঠবাগানের যুবক

নির্বাক বিবাহে’ বাক্যহারা বীরভূমের আহমেদপুরের ঈশ্বরপুর গ্রাম

উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে শিক্ষা দিতে, ভাই ও কাকারা মিলে ধর্ষণ করল এক কিশোরীকে

গুজরাটকে হারনোর জন্য মরিয়া সৌরভ তাই দলে আনার চেষ্টা করছেন ঋদ্ধি-সামিকে

Loading...

Comments

comments