TOP বিনোদন

টুইটার হ্যান্ডেলে নিজের নতুন সিনেমার খণ্ডচিত্র ও টিজার প্রকাশ করলেন কিং খান

Loading...

পরিচালক আনন্দ এল রাই-এর সঙ্গে জুটি বেঁধে এবার ময়দানে নামলেন শাহরুখ খান। বর্ষীয়ান চিত্র পরিচালক আনন্দ এল রাই-এর সঙ্গে জুটি বেঁধে পাকাপাকিভাবে ময়দানে নামার আগেই তোড়জোড়ও শুরু করে দিয়েছেন বলিউড বাদশা। আর সেই কারণেই নিজের টুইটার হ্যান্ডেলে সিনেমার খণ্ডচিত্র প্রকাশ করেছেন কিং খান। পাশাপাশি সিনেমার টিজারও শেয়ার করেন শাহরুখ।

zero_fdodrv টুইটার হ্যান্ডেলে নিজের নতুন সিনেমার খণ্ডচিত্র ও টিজার প্রকাশ করলেন কিং খান

‘জিরো’ নামে ওই সিনেমার টিজারে শাহরুখকে দেখা যাচ্ছে ‘বামন অবতারে’। এই প্রথম চিরাচরিত ছক ভেঙে এক নতুন ধরনের চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। টিজারে যেমন মজার চরিত্রে দেখা যাচ্ছে কিং খানকে তেমনি সিনেমা মুক্তির পরও কি সেই ক্রেজ ধরে রাখতে পারবেন বলিউড বাদশা, সেটা অবশ্য সময়ই বলবে।

দেখুন জিরো’র টিজার…

ইমতিয়াজ আলি পরিচালিত ‘যব হ্যারি মেট সেজল’-এ অনুষ্কা শর্মার বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান। অনুষ্কার সঙ্গে জুটি বেঁধে ‘রব নে বানাদি জোড়ি’-তে অভিনয় করে সেই সিনেমা ব্লক বাস্টার হলেও, বি টাউনে ভাল ব্যবসা করতে পারেনি ‘যব হ্যারি মেট সেজল’। ওই সিনেমা মুখ থুবড়ে পরার পর এবার আনন্দ এল রাই-এর সঙ্গে ফের জুটি বেঁধে কাজ শুরু করলেন কিং খান।

সুত্র ঃ ২৪ ঘণ্টা

আরও পড়ুন

পুত্রসন্তানের মা হলেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান

বরফের পুলে ঝাঁপিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন দুর্নীতি-বিরোধী আন্দোলনকারীরা

অফ-শোল্ডার গাউন পরায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন অভিনেত্রী মৌনি রায়

নতুন বছরে ভিভোর আকর্ষণীয় চমক, দাম কমলো ‘ভিভো ভি৭’-এর

 

Loading...

Comments

comments