TOP বিনোদন

২৪ ঘণ্টায় ‘সাইক্লোন’, সব রেকর্ড ভেঙে দিলেন সলমন

Loading...

‘সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত’ মুক্তি পাওয়ার পরই এবার নতুন রেকর্ড গড়লেন সলমন খান-ক্যাটরিনা কাইফ। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম গানে যেভাবে সলমন-ক্যাটরিনার ম্যাজিক দেখা গিয়েছে, তারপরই এল এক নতুন তথ্য।

যশরাজ ফিল্মস দাবি করেছে, সলমন-ক্যাটরিনার টাইগার জিন্দা হ্যায়-র ওই গান নাকি ইউটিউবে ঝড় তুলেছে। ইতিমধ্যেই ওই গানে ভিউস হয়েছে ১১,২৩৫৬২৪ এবং লাইক পড়েছে ৩৩৫,৪৮৭ বার। যশরাজের দাবি, গত ২৪ ঘণ্টায় নাকি বিশ্বের সবচেয়ে বেশি ভিউস হয়েছে টাইগার জিন্দা হ্যায়-র ওই গানে। বিশাল-শেখরের মিউজিকে ওই গানে শোনা গিয়েছে বিশাল দাদলানি এবং নেহা ভাসিনের গলা। এবং দেখা যাক, ‘সোয়াগ সে সোয়াগতের’ মত টাইগার জিন্দা হ্যায় কতটা জনপ্রিয় হয়।

640492-swahhseew ২৪ ঘণ্টায় 'সাইক্লোন', সব রেকর্ড ভেঙে দিলেন সলমন

২০১২ সালে মুক্তি পায় সলমন-ক্যাটরিনার ‘এক থা টাইগার’। ওই সিনেমার প্রায় ৫ বছর পর এবার টাইগারের সিক্যুয়েল তৈরি করলেন পরিচালক কবীর খান।

সূত্র ঃ ২৪ ঘণ্টা

Loading...

Comments

comments