TOP বিজ্ঞান ও প্রযুক্তি

জেনে নিন কে দিচ্ছে কম দামে বেশি ডাটা -জিও Vs এয়ারটেল

Loading...

রিলায়েন্স জিও বাজারে আসার পর থেকে দেশের প্রত্যন্ত কোনাতে পৌঁছে গিয়েছে 4G ইন্টারনেট। কম দামে ডাটা ও ভয়েস কল দিয়ে দেশবাসীর মন ইতিমধ্যেই জয় করে জিয়েছে রিলায়েন্স জিও। এত কম দামে ইন্টারনেট ডাটা ভারতবাসী আগে কখন উপভোগ করেনি।

জিও বাজারে আসার ফলে অন্যান্য নেটওয়ার্ক প্রোভাইডাররাও ধীরে ধীরে কমাতে বাধ্য হয়েছে তাদের ইন্টারনেট পরিষেবার দাম। যদিও ইতিমধ্যেই কয়েকবার তাদের প্ল্যানের দাম বদলেছে জিও।

যদিও সম্প্রতি নিজেদের প্ল্যানের খরচ কমিয়েছে নিউ ইয়ার ২০১৮ অফারে। আসুন দেখে নেওয়া যাক এয়ারটেল ও জিওর প্রতিদিন 2GB বা তার বেশি ডাটা প্ল্যানের ডিটেলস।

রিলায়েন্স জিও প্রিপেড

প্রতিদিন 2GB বা তার বেশি প্ল্যানে জিও-র একমাত্র প্ল্যান ৭৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহক প্রতিদিন 3GB 4G ডাটা পাবেন। দেখে নেওয়া যাক প্ল্যানটি,

ডাটাঃ প্রতিদিন 3GB 4G ডাটা

ভয়েস কলঃ আনলিমিটেড ভয়েস কল (লোকাল+এসটিডি+রোমিং)

এসএমএসঃ আনলিমিটেড

ভ্যালিডিটিঃ ২৮ দিন

মোট ডাটা / মাসঃ 84GB

রিলায়েন্স জিও পোস্টপেড প্রিপেডের সাথে পোস্টপেডের তেমন তফাত নেই রিলায়েন্স জিওতে। কিন্তু পোস্টপেডে গ্রাহককে ৯৫০ টাকা ডিপোসিট দিতে হয়। এছাড়াও ডাটা রিনিউ হয় মাসিক চক্রে। যার জন্য গ্রাহককে দিতে হয় ৭৯৯ টাকা।

ডাটাঃ প্রতিদিন 3GB 4G ডাটা।

ভয়েস কলঃ আনলিমিটেড ভয়েস কল (লোকাল+এসটিডি+রোমিং)

এসএমএসঃ আনলিমিটেড

ভ্যালিডিটিঃ ২৮ দিন

মোট ডাটা / মাসঃ 84GB

জিওকে দেখে নিজেদের প্ল্যানের দাম কমাতে বাধ্য হয়েছে এয়ারটেল। প্রতিদিন 2GB বা তার বেশি ডাটার প্ল্যানে এয়ারটেলে খরচ ৫৪৯ টাকা।

ডাটাঃ প্রতিদিন 3GB 4G ডাটা।

ভয়েস কলঃ আনলিমিটেড ভয়েস কল (লোকাল+এসটিডি+রোমিং)

এসএমএসঃ প্রতিদিন ১০০ টি

ভ্যালিডিটিঃ ২৮ দিন

এছাড়াও আরও একটি প্ল্যানে এয়ারটেলে ৭৯৯ টাকায় প্রতিদিন পাওয়া যাচ্ছে 3.5GB 4G ডাটা।

ডাটাঃ প্রতিদিন 3.5GB 4G ডাটা।

ভয়েস কলঃ আনলিমিটেড ভয়েস কল (লোকাল+এসটিডি+রোমিং)

এসএমএসঃ আনলিমিটেড

ভ্যালিডিটিঃ ২৮ দিন

সূত্র -বেঙ্গলি গিজবট

আরও পড়ুন

কোলাঘাটের ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল দু’মাথার বাছুর

সানি লিওনের পর বলিউডে আর এক পর্নস্টারের আবির্ভাব। দেখে নিন ছবিসহ তার পরিচয়

বিয়ের পর কি গোয়ায় থাকবেন দীপিকা-রণবীর?

নিজের সম্ভ্রম বাঁচাতে গায়ে আগুন দিল অষ্টম শ্রেণির ছাত্রী

Loading...

Comments

comments