TOP লাইফস্টাইল

নিয়মিত সেক্স ‌করলে নাকি যৌবন ধরে রাখা যায়! বলছে সাম্প্রতিক একটি সমীক্ষা

Loading...

নিয়মিত সেক্স করলে ‌যৌবন অক্ষত থাকে, বলছে সাম্প্রতিক একটি সমীক্ষা

সেক্সের লাভ নিয়ে অনেক কথাই নয়। অনেকেই বলেন, সেক্স করলে সুস্থ থাকা ‌যায়। অনেক সমীক্ষাতেই দেখা গিয়েছে, নিয়মিত সেক্স করলে শরীর ও মন সতেজ থাকে। কাজে মন লাগে। একইসঙ্গে ফিটও থাকা ‌যায়। এবার জানা ‌যাচ্ছে, শুধু মন সতেজ রাখাই নয়, বরং নিয়মিত সেক্স ‌যৌবনও ধরে রাখে।

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, সেক্স নিয়মিত করলে বেশিদিন ‌যৌবন থাকে। মানে আপনি সমবয়সি বন্ধুদের চেয়ে কমবয়সী লাগেন। সান ফ্রান্সিসকো শহরের ১২৯ জন মহিলাকে বেছে নেওয়া হয়েছিল। তাঁরা প্রত্যেকেই শিশু মা। অর্ধেক শিশুই অটিজিমে আক্রান্ত। ফলে মায়েরা অবসাদগ্রস্ত।

ওই মহিলাদের সপ্তাহখানেক সেক্স করতে বলা হয়েছিল। এরপর তাঁদের রক্তের নমুনা নেওয়া হয়। টোলেমরের দৈর্ঘ্য মাপা হয়। টোলেমর মানবশরীরের কোষে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টোলেমরের দৈর্ঘ্য কমতে থাকে। সপ্তাহখানেক সেক্সের পর দেখা গিয়েছে, ওই মহিলাদের টোলেমরের দৈর্ঘ্য বেড়েছে। টোলেমরের দৈর্ঘ্য বাড়লে তা কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায়। ফলে টোলমেরের দৈর্ঘ্য বাড়লে ‌যৌবনও থেকে ‌যাবে।

সবচেয়ে জনপ্রিয় খবরগুলি:

কোনো টাকা লাগবে না, আজীবন ফ্রি নেট, ভয়েস কল! জিও-র এই মেসেজটি পেয়েছেন নাকি!

গাড়ির মধ্যে যাত্রীর সামনেই যৌনকর্মীর সঙ্গে উদ্দাম যৌন সঙ্গম উবের চালকের, ভাইরাল ভিডিও

চুল্লিতে ঢোকানোর আগেই নড়ে উঠল মৃতদেহ! আত্মীয়রা ছুটলেন হাসপাতালে

পরিবারের সবার সামনেই এই 16 বছরের কিশোরীকে ধর্ষণের নিদান

মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটাতে গিয়ে এ কী হাল হল অক্ষয় কুমারের! ভিডিওতে দেখুন

‘মণিবন্ধন’, ‘বার্হিমুখম’, ‘দ্বোয়াজা’! ‘বাহুবলী’র এই তিন তীর ছোড়ার কৌশল জানত প্রাচীন ভারতও!

Loading...

Comments

comments