TOP নিউজ

বড়ো খবর, হানিপ্রীত আসলে সিবিআই এজেন্ট, রাম রহিম সম্পর্কে সমস্ত প্রমাণ জুগিয়েছেন তিনিই

Loading...

ধর্ষণের মামলায় গুরমিত রাম রহিম সিং জেলবন্দি হওয়ার পর থেকে পলাতক তার দত্তক নেওয়া মেয়ে হানিপ্রীত সিং। তার সঙ্গে রাম রহিমের যৌনকেচ্ছা নিয়ে রটছে অনেক খবর, কখনও শোনা যাচ্ছে পরবর্তী ডেরা প্রধানও হতে চলেছেন তিনি।

ওয়ান ইন্ডিয়া প্রকাশিত খবর অনুযায়ী, হানিপ্রীত নাকি আসলে সিবিআই এজেন্ট। গোটা ঘটনার পেছনে তিনি রয়েছেন। যে প্রমাণগুলি পাওয়া গিয়েছে তা হানিপ্রীত সিবিআইকে দিয়েছে বলে খবর ভাইরাল হয়েছে।

যদিও হরিয়ানা পুলিশ হানিপ্রীতের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে তার খোঁজ চলছে।
কিন্তু প্রশ্নটা হলো তিনি কেন এইরকম করবেন। তিনি তো বাবা রাম রহিমের সবথেকে কাছের লোক ছিলেন। রিপোর্ট অনুযায়ী, ধর্ষক বাবার হাতে যৌন হেনস্হা হওয়ার পরই সিবিআই সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে এজেন্ট হয়ে যান। সিবিআই অফিসাররা বরাবর হানিপ্রীতের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

কিন্তু এ ব্যাপারে সিবিআইয়ের তরফে কোনও মুখ খোলা হয়েনি। হানিপ্রীতকে যখন খোঁজার চেষ্টা চলছে তার মধ্যে এমন খবর সকলকে বিস্মিত করেছে।

Loading...

Comments

comments