TOP বিনোদন

প্রিয়া প্রকাশের বয়ফ্রেন্ড কে জানেন ? আসুন দেখে নিন তার ছবি

Loading...

এক রাতে জাতীয় ক্রাশের তকমা পেয়েছিলেন কেরলের মেয়ে প্রিয়া প্রকাশ ভরিয়ার। শুধু ভুরু নাচিয়ে, বহু পুরুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু এই অষ্টাদশীর মনে রয়েছেন কে?প্রি প্রিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটু নজর রাখলে দেখা যাবে, বিশেষ একজনের সঙ্গে প্রায়ই ছবি দেন তিনি। আর সেই যুবককে ঘিরেই জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। সেই যুবকের নাম হৃষিকেশ সাজি। এক সর্বভারতীয় বিনোদন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হৃষিকেশই নাকি প্রিয়ার বয়ফ্রেন্ড!

pp2-768x557-1_p9qalq প্রিয়া প্রকাশের বয়ফ্রেন্ড কে জানেন ? আসুন দেখে নিন তার ছবি

এমনই গুঞ্জন সোশ্যাল মাধ্যমে।
হৃষিকেশের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলেও দেখা যাবে, প্রিয়ার সঙ্গেও তাঁর বেশ কয়েকটি ছবি রয়েছে। আর এতেই জল্পনা ঘনীভূত হচ্ছে।

pp1-768x563_a0illa প্রিয়া প্রকাশের বয়ফ্রেন্ড কে জানেন ? আসুন দেখে নিন তার ছবি

এই খবরে মন ভেঙেছে প্রিয়ার বহু ভক্তের। তাঁদের মাথায় একটাই প্রশ্ন— ‘জাতীয় ক্রাশ কি তাহলে ক্রাশ হিসেবেই থেকে যাবে?’

প্রসঙ্গত, এখন প্রিয়া প্রকাশের ফলোয়ার সংখ্যা ৫.২ মিলিয়ন, যা তাবড় তাবড় সেলিব্রিটিদের ফলোয়ার সংখ্যার থেকেও বেশি।

 

Loading...

Comments

comments