TOP নিউজ

মেয়েদের স্কার্টের নীচের ছবি তোলার জন্য চটিতে ক্যামেরা ! ধৃত যুবক

Loading...

বিনা অনুমতিতে মহিলাদের অশ্লীল ছবি তোলার বহু অভিযোগ এসে থাকে ৷ তবে  এবার কেরালার এক যুবক যা করে বসল, তা সম্ভবত আঁচ করতে পারেননি কেউই।  মহিলাদের স্কার্টের নীচের ছবি তোলার জন্য চটির মধ্যে মোবাইল ফোন লুকিয়ে রেখেছে এক যুবক ৷ প্রথমে জুতো কেটে আড়াআড়ি ভাবে দুভাগ করত বাইজু নামে ওই যুবক। এরপর একটি ছিদ্র করত ৷ মোবাইল ফোনটি এমন ভাবে রাখত যে ক্যামেরাটি ওই ছিদ্রের ওখানে থাকত ৷ এরপর আগের মত জুতোটিকে সেলাই করে রাখা হত। মহিলাদের তার প্রতি কোনও সন্দেহও হয়নি কারণ চটিতে যে মোবাইল ফোন কেউ স্কার্টের নীচের ছবি তুলছে তা কেউ ভাবতেও পারেনি ৷ তবে পুলিশের নজর থেকে বাঁচতে পারেনি ওই ব্যক্তি ৷

বেজু নামে ওই যুবক কেরলের থ্রিসুর জেলার স্কুল আর্টস ফেস্টিভ্যালে ব্যবহার করেছিল ৷ চটির সাইডে ছিদ্র করে সোলের নীচে ফোনটি এমন করে রাখা ছিল যে ফাঁকা জায়গা থেকে সহজেই ছবি তোলা যাবে ৷ শুধু তাই নয় বাইজু একটি স্পেশ্যাল স্টিল কেস বানিয়েছিল যাতে ফোনটি চাপে পড়ে নষ্ট না হয় ৷ তবে তার ব্যবহার দেখে সন্দেহ হয় এক পুলিশকর্মীর ৷ তাকে ধরে তল্লাশি চালাতেই সামনে আসে সত্যিটা ৷

সুত্রঃ নিউজ ১৮

আরও পড়ুন

ভালবাসার সঙ্গীর সাথে প্রথম শারীরিক সম্পর্কের উপযুক্ত বয়স কত ?

শীতে বাড়ে মেয়েদের রাগ! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ গবেষণায়

মুম্বাইয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ওএনজিসি-র এক অফিসার-সহ ৪ জনের

কলকাতার অষ্টম শ্রেণির এই ছাত্র অ্যাপেলের কনিষ্ঠতম অ্যাপ ডেভেলপার

Loading...

Comments

comments