TOP বিনোদন

সাত পাকে বাঁধা পড়ার পর দুবাইতে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন নববধূ পাওলি। দেখুন সেইসব ছবি

Loading...

 দীর্ঘদিনের বন্ধু অর্জুন দেবের সঙ্গে কিছুদিন আগেই ৭ পাকে বাঁধা পড়েছেন পাওলি দাম। ঘটা করে কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান। তারপর শ্বশুরবাড়ি গুয়াহাটিতে রিসেপশনও হয়েছে ঘটা করে। সাত পাকে বাঁধা পড়ার পর আপাতত হাবি অর্জুনের সঙ্গে দুবাইতে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন নববধূ পাওলি।

ক্রিসমাসের আগে আলোয় সেজে উঠেছে দুবাই। মধুচন্দ্রিমায় গিয়ে মুগ্ধ পাওলি দুবাইয়ের সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে।

জানা গিয়েছে মধুচন্দ্রিমা সেরে কলকাতায় ফেরার পর হাবি অর্জুনের সঙ্গে বালিগঞ্জের বাড়িতেই থাকবেন পাওলি এবং আগেই মতোই ফের কাজেও যোগ দেবেন তিনি।

সূত্র ঃ ২৪ ঘণ্টা

আরও পড়ুন

”ঋতুমতী হওয়ার পর বাড়িতে পার্টি হয়েছিল” প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী রাধিকা আপটে

শীতের ভোরে প্রকাশ্যে শৌচকর্ম রুখতে ময়দানে নামলেন স্বয়ং জেলাশাসক

মহিলাদের নিরাপত্তার স্বার্থে এবার বিশেষ পিস্তল নিয়ে এল কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি

মা ও কন্যা দু’জনেরই বয়স পঁচিশ বছর! কি করে সম্ভব হল নিজেই পড়ুন

Loading...

Comments

comments