TOP বিনোদন

রণবীরকে ২৪ বার চড় মারলেন এই সিনিয়র অভিনেতা কারেক্ট শটে না হওয়ায়

Loading...
বিষয়টি সামনে এনেছিল একটি সংবাদমাধ্যম। এতদিন পরে সেই খবরের পাতাটি টুইটারে পোস্ট করে সত্যতা স্বীকার করে নিলেন রণবীর। রাজা মুরাদ চড় মারছেন রণবীরকে, এই দৃশ্য রয়েছে ছবিতে। শুটিং হচ্ছিল দৃশ্যটির। কিন্তু, কিছুতেই পরিচালক সঞ্জয় লীলা বলশালির সেই দৃশ্যটি পছন্দ হচ্ছিল না। ফলে একের পর এক চড় খেতে হয় রণবীরকে। এভাবে ২৪ নম্বর চড়টি খাওয়ার পর দৃশ্যটি পছন্দ হয় সঞ্জয়ের।

বলা যেতে পারে চড় খাওয়ার ঘটনায় নিজের রেকর্ড নিজেই ভাঙলেন রণবীর। এর আগে বেফিকর ছবির একটি দৃশ্যের জন্য ২১ বার চড় খেতে হয়েছিল তাঁকে। এবার গালে পড়ল আরও তিনটি বেশি।
ছবির প্রয়োজনে কোনও কিছু করতে পিছু হটেন না রণবীর। প্রমাণ দিয়েছেন আগেও। পদ্মাবতীর সেটে মাথা ফেটেছিল তাঁর। ছেড়ে চলে যাননি। ওই অবস্থাতেই শুটিং করেছেন। মোট কথা ছবির জন্য নিবেদিত প্রাণ এই অভিনেতা। প্রয়োজনে চব্বিশবার কেন, তারও বেশিবার চড় খেতে রাজি তিনি।

Loading...

Comments

comments