TOP নিউজ বিনোদন

এ মাসেই মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবত!

Loading...

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সেন্সর বোর্ডের কাছ থেকে ইউ/এ সার্টিফিকেট পেল সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবৎ’। নাম বদল, একটি গানের দৃশ্য বদল এবং আরও কিছু বিষয়ে পরিবর্তনের পরেই পাওয়া গেল সেন্সর বোর্ডের ছাড়পত্র। জানা গিয়েছে, সেন্সর বোর্ডের প্যানেল ছবিটিতে যে সংশোধনের পরামর্শ দিয়েছিল, সেটা করার পর ফাইনাল প্রিন্ট দেখানো হয়। এরপরেই মিলল সার্টিফিকেট। ছবিটি মুক্তি পেতে চলেছে এ মাসের ২৫ তারিখ। একই দিনে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের ছবি প্যাডম্যান। ফলে বক্স অফিসে দু’টি ছবির টক্কর হতে চলেছে।

গত ২৮ ডিসেম্বর ‘পদ্মাবতী’-র প্রযোজকদের সঙ্গে বৈঠকে বসে সেন্সর বোর্ডের রিভিউ কমিটি ও ইতিহাসবিদদের নিয়ে তৈরি বিশেষ প্যানেল। ছবিটির নাম বদল সহ পাঁচটি বিষয়ে পরিবর্তন করতে বলা হয়। সেইসঙ্গে দর্শকদের জানাতে বলা হয়, নির্মাতারা ইতিহাসের সত্যি ঘটনা নিয়ে ছবিটি তৈরি করেননি এবং এই ছবির মাধ্যমে সতীদাহ প্রথা ও জহরব্রতকে গৌরবান্বিত করা হয়নি। সব শর্ত মেনে নেওয়ার পরেই মুক্তি পাচ্ছে ‘পদ্মাবৎ’।

শ্রী রাজপুত করণী সেনা অবশ্য এখনও বনশালির এই ছবির মুক্তি আটকে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। শুক্রবারই এই কট্টরপন্থী সংগঠনের সভাপতি সুখদেব সিংহ গোগামেদি হুঁশিয়ারি দিয়েছেন, ছবিটি মুক্তি পেলে তার যে ফল হবে, সেটার জন্য দায়ী থাকবে সেন্সর বোর্ড ও বিজেপি সরকার।

সূত্র – এবিপি আনন্দ

আরও পড়ুন

শীতের মরশুমে পার্লারে গিয়ে ভুল করেও যেন এই কাজগুলি করবেন না।

ভাইরাল হলো অক্ষয় কুমারের ড্রিম প্রজেক্ট ‘কেশরী’ ফার্স্ট লুক।

বার্লিনে সেক্স গেমের নামে মহিলাকে ঘণ্টার পর ঘণ্টা নির্যাতন, পরে খুন

জীবনযুদ্ধে লড়াই শেষ, হাসপাতালে মৃত্যু বিশ্বজয়ী ভারত্তোলকের

Loading...

Comments

comments