TOP বিজ্ঞান ও প্রযুক্তি

বাজারে এলো নোকিয়া ৬ এর নিউ মডেল।

Loading...

অবশেষে চিনের বাজারে এলো Nokia 6 (2018)। আগামি ১০ জানুয়ারী থেকে চিনে পাওয়া যাবে নতুন এই স্মার্টফোন।

আপগ্রেডেড এই মডেল, Nokia 6 (2018) রয়েছে নতুন Snapdragon 630 প্রসেসার। এছাড়াও ব্যাবহার করা হয়েছে নতুন 16MP ক্যামেরা। 32GB ও 64GB দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন নোকিয়া। দাম যথাক্রমে ১৪৯৯ ইউয়ান (প্রায় ১৫০০০ টাকা) আর ১৬৯৯ ইউয়ান (প্রায় ১৭০০০ টাকা) সাদা ও কালো দুটি কালার অপশানে পাওয়া যাবে Nokia 6 (2018)। দুটি ভেরিয়েন্টেই ক্যামেরার পাশে আছে তামাটে রঙের ছোঁইয়া।
ডিজাইন ও ডিসপ্লে

Nokia 6 (2018) -এ রয়েছে ৫.৫ ইঞ্চি FHD 1080p LCD ডিসপ্লে সাথে রয়েছে গোরিলা গ্লাস এর সুরক্ষা। ফোনের বডি তৈরী অ্যালুমিনিয়াম ৬০০০ সিরিজ দিয়ে। ফোনের ফঙ্গারপ্রিন্ট সেন্সার ফোনের পিছনে। যদিও ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:৯। ফলে এই ফোনের নেও ফুল স্ক্রিন ডিসপ্লে ডিজাইন।

nnn-300x225 বাজারে এলো নোকিয়া ৬ এর নিউ মডেল।
হার্ডওয়ার

Nokia 6 (2018) -এ রয়েছে অক্টাকোর Qualcomm Snapdragon 630 প্রসেসার (পুরনো Nokia 6 -এ ছিল Qualcomm Snapdragon 430)। এর সাথেই রয়েছে 4GB RAM আর 32/64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও মাইক্র এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে ফোনের মেমোরি।

nd-300x199 বাজারে এলো নোকিয়া ৬ এর নিউ মডেল।

 

ক্যামেরা

Nokia 6 (2018) -এ রয়েছে 16MP রিয়ার ক্যামেরা। সাথে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। দুটি ক্যামেরায় একসাথে ছবি তুলে তা জুরে দিতে পারে এই ফোন। যদিও Nokia 8 ও Nokia 7-এ ইতিমধ্যেই রয়েছে এই ফিচার।

Nokia-6-Camera-300x200 বাজারে এলো নোকিয়া ৬ এর নিউ মডেল।
অন্যান্য ফিচার

নতুন Nokia 6-এ রয়েছে পাওয়ারফুল 3000mAh ব্যাটারি। এছাড়াও ফোনের অপারেটিং সিস্টেম Android 7.1.1 Nougat। এছাড়াও রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক ও Nokia OZO অডিও ফিচার।

সূত্র -বেঙ্গলি গিজবোট

আরও পড়ুন

হজ হাউজের পর লখনউ থানাকে রাঙানো হল গেরুয়ায়৷

সেক্সসটিং-এর প্রভাব এখন ভারতের ওপরেও, জানুন কি এই সেক্সসটিং।

এবার ধসের কবলে স্বয়ং তিলোত্তমা কলকাতার রাস্তা

‘জিওর’ নিউ ইয়ারে নিউ প্ল্যান,১৪৯ টাকাই পাবেন প্রতিদিন ১ জিবি ডেটা।

Loading...

Comments

comments