TOP ফটো গ্যালারি সোশ্যাল

ফের টপলেস ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মণিকা ডোগরা

Loading...

‘খতরো খি খিলাড়ি’তে অংশ নিতে চলেছেন তিনি। সেটা রিয়ালিটি শো। সাহসী স্টান্টে বাজিমাত করবেন মণিকা ডোগরা, প্রত্যাশা এমনটাই। তবে বাস্তবেও যে তিনি দিব্যি সাহসী তা প্রমাণ করে দিলেন। ইনস্টাগ্রামে নিজের টপলেস ফটো পোস্ট করে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুললেন মণিকা।

আমির খানের ধোবি ঘাট ছবিতে দেখা গিয়েছিল মণিকাকে। আবির্ভাবেই ঝড় তুলেছিলেন। তবে কোনও সিনেমা ছাড়াই এবার খবররে শিরোনামে উঠে এলেন তিনি। সৌজন্যে তাঁর টপলেস ছবি। ইনস্টাগ্রামে নিজের নগ্ন ছবি দিতে  কোনওরকম দ্বিধা করেননি মণিকা। এ নিয়ে তাঁর যে কোনও ছুৎমার্গ নেই তাও বুঝিয়ে দিলেন। ছবির সঙ্গে ক্যাপশেন তিনি লিখেছেন, ‘যাঁরা গোপন জিনিসটি জানেন আমি তাঁদের দলে…অথবা…শুধুই একা’।

ইনস্টাগ্রামের উষ্ণতা যে তিনি বরাবরই বাড়িয়ে দিতে পারেন, তা তাঁর প্রোফাইল দেখলেই স্পষ্ট। নিছক চা খাওয়ার ছবি থেকে শুরু করে টাওয়েলে নিজেকে মুড়ে ছবি দিয়েই এ পাড়ায় নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন মণিকা।

নগ্ন ছবি পোস্ট করে সে জনপ্রিয়তা যে আরও খানিকটা বাড়িয়ে দিলেন তা বলার অপেক্ষা রাখে না।

সবথেকে জনপ্রিয় খবরগুলো:

Loading...

Comments

comments