TOP নিউজ

মৃত সন্তানকে মায়ের গর্ভে ঢোকালেন চিকিৎসক! আগুন জ্বলছে মুর্শিদাবাদে, দেখুন ভিডিও

Loading...

অস্ত্রোপচারের সময়েই মৃত্যু হল সদ্যোজাতের। পরিস্থিতি বেগতিক দেখে মৃত সন্তানকে ফের প্রসূতির পেটের মধ্যে ঢুকিয়ে অন্যত্র রেফার করে দিলেন চিকিৎসকরা। যার জেরে মৃত্যু হল প্রসূতিরও।

চাঞ্চল্যকর এমন অভিযোগই উঠল মুর্শিদাবাদের রেজিনগরে। বিষয়টি জানতে পেরেই অভিযুক্ত নার্সিংহোমে তাণ্ডব চালালো ক্ষুব্ধ জনতা। অবরোধ হল জাতীয় সড়ক।

মৃত ওই প্রসূতির নাম জুলেখা বিবি(২৭)। সোমবার সকালে তাঁকে রেজিনগরের এইচএমএম নার্সিংহোমে নিয়ে আসা হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে জুলেখা বিবির সন্তান জন্ম দেওয়ার কথা ছিল।

মৃতার পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময়ই সদ্যোজাতের মৃত্যু হয়। এর পরেই মৃত শিশুটিকে জুলেখা বিবির পেটের মধ্যে ঢুকিয়ে দেন চিকিৎসক। ওই অবস্থাতেই জুলেখা বিবিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয়। সেখানে নিয়ে গেলে মা এবং সন্তান, দু’জনেকেই মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকরা।

এর পরেই ওই নার্সিংহোমে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন রোগীর পরিবারের লোকজন। নার্সিংহোমের মালিকের মোটরবাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয়। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষিপ্ত জনতা।

পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। মৃতের পরিবারের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়।

সুত্রঃ এবেলা

Loading...

Comments

comments