TOP বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞানীদের প্রচেষ্টায় এবার আলো দেবে গাছ

Loading...

অক্সিজেন, খাবারের, আসবাবাপত্রের জন্য কাঠের পাশাপাশি এবার আলোও দেবে গাছ! ভাবছেন প্রলাপ? মোটেই না৷ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি(এমআইটি)-এর বিজ্ঞানীদের প্রচেষ্টাতেই এই অসম্ভব বিষয়টি এবার বাস্তবায়িত হতে চলেছে৷

এই বিজ্ঞানীরা গাছের পাতায় বিশেষ ন্যানোপার্টিকলের সাহায্যে ডিন লাইট যুক্ত করার প্রচেষ্টায় রয়েছেন বলে জানা গিয়েছে৷ বিষয়টি সফল হলে কাজের জায়গাতে এই গাছের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে৷

বাড়িতে কম আলোর প্রয়োজনীয়তা হোক বা স্ট্রিট লাইট, শোভা বর্ধনের পাশাপাশি চাহিদাও পূরণ করবে এই গাছ৷ কাজ করবে ডেস্ক ল্যাম্পের মতোও৷

এমআইটি-র অধ্যাপক মাইকেল স্ট্র্যানো জানিয়েছেন, এনার্জি মেটাবলিজম-এর মাধ্যমে আলো দেবে এই গাছ৷ একটি বই পড়ার জন্য যথেষ্ট আলো দেবে এই গাছ৷ এই গ্লোয়িং প্ল্যান্টটি তৈরি করার জন্য এমআইটি ইঞ্জিনিয়াররা লুসিফেরাস নামে একটি এনজাইমকে ব্যবহার করেছে৷

সূত্র ঃ কলকাতা ২৪*৭

আরও পড়ুন

নিউমেরোলজি: নম্বরই বদলে দেবে আপনার ভবিষ্যৎ?

জেনে নিন মিয়া খালিফা সম্বন্ধে এই ১০টি গোপন তথ্য

ডেটিংয়ের নামে জানেন সাইটগুলি কি করছে আপনার সঙ্গে?

পদ্মাবতী মুক্তি পেতে পারে আগামী বছর মার্চ কিংবা এপ্রিল মাসে

 

Loading...

Comments

comments