TOP লাইফস্টাইল

পুজো করেও মনস্কামনা পূর্ণ হচ্ছে না, মনের মধ্যে এই ভাবনাগুলি নেই তো?

Loading...

‘নারদ পুরাণ’ ভগবান বিষ্ণুকে সমর্পিত গ্রন্থ। এই গ্রন্থে ভগবান বিষ্ণুকে পুজো করার নিয়ম এবং মাহাত্ম্য বোঝানো হয়েছে। এই গ্রন্থেই এমন চারটি ভাবনার কথা বলা হয়েছে, যেগুলি মনের মধ্যে নিয়ে ভগবানের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় না। একনজরে দেখে নিন, কোন কোন ভাবনা নিয়ে পুজো করলে সুফল পাওয়া যায় না—

• কোন লালসা বা মনের মধ্যে কোনও স্বার্থ নিয়ে পুজো করলে, সেই পুজোর ফল পাওয়া যায় না। নিঃস্বার্থভাবে পুজো করলেই শুভ ফল পাওয়া যায়।

• কোনও না কোনও ভয় থেকে অনেকে ভগবানের পুজো করেন। এইভাবে পুজো করলেও তার ফল পাওয়া যায় না। প্রত্যেককেই শান্ত এবং পবিত্র মনে পুজো করা উচিত।

• অজ্ঞতাও মনস্কামনা পূর্ণ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সঠিক নিয়ম না জেনে ভুল পদ্ধতিতে পুজো করলেও তার কুফল সইতে হতে পারে। ভুল পদ্ধতিতে পুজো করলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে।

• অন্য কেউ জোর করলে বা পরিবারের চাপে পড়ে পুজো করলেও তার ফল ভাল হয় না। মনে ভক্তি না নিয়ে পুজো করলে সেই পুজোর কোন ফল পাওয়া যায় না।

সূত্র: এবেলা

আরও পড়ুন

সঙ্গীর কোন ভুল ক্ষমা করবেন আর কোনটি মেনে নেবেন, জানাচ্ছেন মনোবিদরা

ডিসকাউন্টের নামে দেদার লোক ঠকাচ্ছে, ই-কমার্স সাইটগুলির সব রহস্য ফাঁস

প্যানভেলের ফার্মহাউসে ক্যাটরিনার সঙ্গেই জন্মদিন সেলিব্রেট দাবাং খানের

কলকাতা-দিল্লি-বেঙ্গালুরু, শহরগুলিতে হামলার ‘নিদান’ দিল “আল কায়দা”

Loading...

Comments

comments