TOP বিনোদন

আমার যৌনাঙ্গ আছে: বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত (ভিডিও সহ)

Loading...

একের পর এক বিস্ফোরক মন্তব্য। কখনও হৃতিক রোশনের বিরুদ্ধে ইমেল হ্যাক করার অভিযোগ, কখনও বা তাঁকে মানসিক ভাবে হেনস্থা করার অভিযোগকে প্রকাশ্যে এনেছেন কঙ্গনা রানাওয়াত। কয়েক মাস আগে তাঁর ও হৃতিকের মধ্যে প্রকাশ্যে বিরোধ গড়ায় আদালত পর্যন্ত।

জীবন নিয়ে কোনও লুকোচুরি নেই তাঁর। লুকোচুরি নেই ব্যক্তিগত সম্পর্ক নিয়েও। তিনি কঙ্গনা রানাওয়াত। দিন কয়েক আগেই, নিজের ১৭ বছর বয়সে বাবার বয়সী আদিত্য পাঞ্চোলির কাছে শারীরিক ভাবে হেনস্থা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন নায়িকা।

এবার তিনি খবরের শিরোনাম হলেন একটি টকশো অনুষ্ঠানে দেওয়া বক্ত্যবের সূত্র ধরে।

অনুপমা চোপড়ার টকশোতে এই অভিনেত্রীকে নারীবাদ ও নারীর ক্ষমতায়ণ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল।

সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘নারীদের সম্মান করতে আমরা জানি না। শুধু তাই নয় নারীর সেক্স ইস্যু নিয়েও আমাদের মধ্যে এখনো জড়তা আছে ।’

তিনি উদাহারণ দিতে গিয়ে বলেন, ‘ কেউ তো বলে না, আমার ভ্যাজাইনা (যৌনাঙ্গ) আছে। তোমার ডিম্বাশয় আছে এটা শোনার থেকে তোমার ভ্যাজাইনা আছে এটা শুনতে ভাল লাগে।’

নিজের নতুন মুভি ‘সিমরন’ নিয়েও এই অনুষ্ঠানে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা বুঝতে চেষ্টা করি না যে মহিলারা যৌনতা পছন্দ করে। এ কারণেই আমি এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি। সিমরন ছেলেদের বেছে নিতে লজ্জা পায় না। সে একা থাকে, ডিভোর্সি সে, একাধীক ছেলের সঙ্গে সে সম্পর্কে জড়ায়।’

একাকী এক নারীর জীবনযুদ্ধের গল্প নিয়েই ছবিটি তৈরি হয়েছে। ১৫ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।

আরও পড়ুন:

গার্লফ্রেন্ড’কে ভয় দেখাতেই হাতে ‘নীল তিমি’র জুজু কলকাতার এই ছাত্রের!

জলের দরে ডেটা, এবার মাত্র ৫ টাকায় পাবেন ৪জিবি ডেটা!

Loading...

Comments

comments