TOP বিনোদন

জাভেদ জাফরির এই সুন্দরী মেয়েকে দেখার পর আপনি অবাক হয়ে যাবেন!

Loading...

বুগি-বুগি খ্যাত জাভেদ জাফরি সকলের কাছে পরিচিত। এই প্রোগ্রাম দেখে আমরা ডান্সার হওয়ার স্বপ্ন দেখতাম। জাভেদ জাফরি ​​ও রবি বাহাল এই শোতে বিচারক ছিলেন। আমরা এখানে জাভেদকে নিয়ে নয় তাঁর সুন্দর মেয়ের সম্পর্কে কথা বলছি।

জাভেদের মতো তাঁর মেয়েকে ফিল্ম বা টিভিতে দেখা যায় না, তবে তিনি নিউইয়র্কে থেকে সোশ্যাল মিডিয়ার ছবি আপলোড করতে থাকেন।

আলভিয়া জাফরির ইনস্টাগ্রামে প্রচুর সংখ্যাক ফলোয়াড় আছে। বর্তমানে তাঁর ফলোয়াড়ের সংখ্যা 1 লক্ষ 17 হাজার। আলভিয়া তাঁর ফ্যানদের জন্য ফটোশুট করতে থাকেন। সেই ছবি আপনিও দেখুন:

জাফরির মেয়ে আলভিয়া ধীরুভাই অম্বানী স্কুলে পড়াশুনা করেছেন। বর্তমানে নিউইয়র্কে থাকেন। তিন ভাই-বোনের মধ্যে আলভিয়া সবথেকে বড়। 26 বছরের আলভিয়া ভাই মেজান ও আব্বাসকে খুব ভালোবাসেন।

আলভিয়াকে প্রায়ই অভিনেত্রী শ্রীদেবী এর বড় মেয়ে জাহনভি কাপুর সঙ্গে দেখা যায়। প্রথমে তিনি লাইমলাইট থেকে দূরে থাকতেন কিন্তু এখন জাহনভির সাথে এই সব বিষয়ে আগ্রহ দেখান।

আলভিয়াকে সিনেমাতে কখন দেখা যাবে বলা কঠিন, কিন্তু আলভিয়া রণবীর সিং এবং জাস্টিন ওয়েবারের ফ্যান। তিনি রণবীর সিং এর ছবিও শেয়ার করেছেন।

19🙆🏻

A post shared by Alaviaa Jaaferi (@alaviaajaaferi) on

আলভিয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সক্রিয় এবং ছবির মাধ্যমে ফ্যানদের সাথে যুক্ত থাকেন।

সুত্র ঃ টপ ইয়াপ্স

আরও পড়ুন

বিশ্বের চতুর্থ বৃহত্তম মেট্রো রেল নেটওয়র্ক হতে চলেছে দিল্লি মেট্রো!

কেন পুরুষদের তুলনাই মহিলাদের বেশি আবেগ । বললেন সুইৎজারল্যান্ডের গবেষকরা

২০১৮ সাল থেকে বিজ্ঞাপনের ক্ষেত্রে আরও কড়া হতে চলেছে গুগল।

‘লাগামছাড়া জনসংখ্যা, তাই এত মরছে!’ বিতর্কিত মন্তব্য হেমা মালিনীর।

Loading...

Comments

comments