TOP ফটো গ্যালারি লাইফস্টাইল

আপনি কি জানেন মন্দিরের ঘন্টা বাঁজালে কি হয়?

Loading...

আমরা যখনই মন্দিরে যাই তখন সেখানে ঝোলানো ঘন্টা বাজাতে থাকি। এটার কারণ হলো আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী যে স্হান থেকে নিয়মিত ঘন্টার আওয়াজ আসে সেখানে অশুভ শক্তির প্রভাব থাকে না। পাশাপাশি সমৃদ্ধির দরজা খুলে যায়।

1-72-620x349 আপনি কি জানেন মন্দিরের ঘন্টা বাঁজালে কি হয়?

স্কন্দ পুরাণে অনুযায়ী মন্দিরে ঘন্টা বাঁজালে মানুষের শত জন্মের পাপের অবসান ঘটে।

2-96-450x349 আপনি কি জানেন মন্দিরের ঘন্টা বাঁজালে কি হয়?

ভারতীয় ধর্মবিশ্বাস অনুযায়ী, যখন সৃষ্টির আরম্ভ হয় তখন সে সঙ্গীত প্রতিধ্বনিত হয়েছিল, সেই আওয়াজটি ঘন্টা বাঁজানোর ফলে আসে। ঘন্টা সেই শব্দের প্রতীক সেই আওয়াজ ওম শব্দের উচ্চারণে আসে।

3-72-620x349 আপনি কি জানেন মন্দিরের ঘন্টা বাঁজালে কি হয়?

 

Loading...

Comments

comments