TOP খেলা

পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু নিজস্ব মোবাইল অ্যাপ লঞ্চ করলেন

Loading...

রিও অলিম্পিকে পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু বুধবার নিজস্ব মোবাইল অ্যাপ লঞ্চ করলেন। নাম PV Sindhu Official App।

সিন্ধুর অনুরাগীরা সরাসরি এই অ্যাপের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। খেলা সম্পর্কিত বিষয়ে তাঁর সঙ্গে মতবিনিময় ছাড়াও ভক্তরা এই অ্যাপ থেকে পেতে পারেন সিন্ধুর এক্সক্লুসিভ ছবি ও খবর। এমনকী চাইলে ভক্তরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য সেখআনে কমিউনিটিও তৈরি করতে পারবেন।

জানা গিয়েছে, অ্যানড্রয়েড এবং অ্যাপল– দু’টি ডিভাইসের জন্যই এই অ্যাপ পাওয়া যাচ্ছ।

সুত্র ঃ এইসময়

আরও পড়ুন

মেসিদের নিয়ে রসিকতা করলেন ব্রাজিল ক্যাপ্টেন

বিরুষ্কার ছবি থেকে বিরাটকেই বাদ দিয়ে দিলেন এই ক্রিকেটার!

টলিউড সুপারস্টার দেব-এর নিউ ইয়ার এর মেনু কার্ডে আর কি আছে জেনেনিন

বেলারুশের মিনস্ক এর এই সুন্দর মহিলা হলেন বিশ্বের হটেস্ট গণিত শিক্ষিকা।

Loading...

Comments

comments