TOP খেলা

যদি বিরাটের মা রাজি থাকত ,তাহলে এই মহিলা সাথে বিরাটের বিয়ে হত , কে সেই মহিলা জানুন এক্ষুনি

Loading...

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা বিয়ে আজকাল সারা বিশ্বে তাঁর চর্চা আছে ।আর যখন বিরাট কোহলি তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তখনই সকলে তাকে শুভ কামনা জানায় ।বলিউড থেকে ক্রিকেট জগতের সকলে তাদেরকে শুভ কামন দেয় ।আর সকলে বিরুষ্কার এই বিয়ের ভিডিও ইন্টারনেটে দেখেছে আর সেই ভিডিও খুব ভাইরাল হয়েছে ।আর ত্যাদের সকল ফ্যানরা তাদের বিয়ে নিয়ে খুব উতসাহিত হয়েছে ।

944_sylits যদি বিরাটের মা রাজি থাকত ,তাহলে এই মহিলা সাথে বিরাটের বিয়ে হত , কে সেই মহিলা জানুন এক্ষুনি

আর তাদের এই বিয়ের সব কিছুর মাঝে আমরা আজ এমন এক সত্যি কথা বলব যা হয়ত আপনারা জানেন না ।আসক্লে অনুষ্কার আগে বিরাট কোহলি একটি মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু তাঁর মা রাজি হননি ।আর সে দেখতে খুব সুন্দরী ।আর আজ আমরা আপনাদের সেই খবটি নিয়ে আপনাদের বলব–

943_vtpumg যদি বিরাটের মা রাজি থাকত ,তাহলে এই মহিলা সাথে বিরাটের বিয়ে হত , কে সেই মহিলা জানুন এক্ষুনি

আসলে আমরা যে মহিলার কথা বলছি সে আসলে আর কেউ নয় সে হল ইংল্যান্ড মহিলা টিমের খেলোয়াড় সারা টেলর ।আর খবইর অনুযায়ি বিরাট কোহলির জীবন সঙ্গী হতে হতে হলনা ।আর সারা খুব সুন্দরী আর অনুষ্কার থেকে অনেক সুন্দরী সে আর তাঁর ছবি দেখলে আপনার তা সহজে বুঝতে পারবেন ।

945_azfgkk যদি বিরাটের মা রাজি থাকত ,তাহলে এই মহিলা সাথে বিরাটের বিয়ে হত , কে সেই মহিলা জানুন এক্ষুনি

আর আপনাদের জানিয়ে দি সারা আর বিরাটের এই সম্পর্কের কথা এল কোথা থেকে ।আসলে ২৩ সালের সারা নিজেই তাঁর টুইটার অয়াকুন্টে বিরাট কোহলিকে প্রোপোজ করে ।আসলে সারা বিরাটের খুব ফ্যান আর তাকে খুব পছন্দ করে থাকে ।কিন্তু বিরাট যতক্ষন তাঁর সেই টুইট এর উত্তর দেয় বিরাটের মা সাফ জানিয়ে দেয় বিরাট এখন বিয়ের জন্যে তৈরি হয় নি ।

IMG_20180313_161233_jo4ztb যদি বিরাটের মা রাজি থাকত ,তাহলে এই মহিলা সাথে বিরাটের বিয়ে হত , কে সেই মহিলা জানুন এক্ষুনি

আর বিরাটকে তাদের লখেলার দিকে নজর দিতে হবে আর এই ভাবেই তাদের সম্পর্ক আগে যেতে যেতে শেষ হয়ে গেল ।

946_eu8p3z যদি বিরাটের মা রাজি থাকত ,তাহলে এই মহিলা সাথে বিরাটের বিয়ে হত , কে সেই মহিলা জানুন এক্ষুনি

তাহলে আমরা এটাই বলব যে যদি বিরাটের মা রাজি থাকতেন তাহলে হয়ত সেই বিরাটের স্ত্রী হতে পারতেন ।আর যখন বিরাট তাদের বিয়ের ছবি টুইটারে দেন তখন সারা তাকে শুভকামনা জানায় ।আর এটা বোঝআ যায় বিরাটকে তিনি এখন পছন্দ করে থাকেন ।

Loading...

Comments

comments