TOP নিউজ

সমুদ্রের ওপরেই রানওয়ে, ভারত পাচ্ছে প্রথম সি ব্রিজ

Loading...

সি ব্রিজের উপর তৈরি হতে চলেছে ভারতের প্রথম রানওয়ে। এই কাজের জন্যে সবুজ সংকেত হাতে এসেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার। শীঘ্রই কাজ শুরু হবে লাক্ষাদ্বীপের আগাতী বিমানবন্দর সম্প্রসারণের কাজ। লাক্ষাদ্বীপের সমুদ্রতটেই বানানো হবে আরসিসি প্ল্যাটফর্ম।

এই প্ল্যাটফর্মেই বাড়ানো হবে বর্তমান রানওয়ে। এর ফলে বড় মাপের ATR পরিষেবা পাবে লাক্ষাদ্বীপ। প্রথমে পাশাপাশি দুটি দ্বীপ জোড়া লাগানোর পরিকল্পনা ছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার। পরে সেই পরিকল্পনা বাতিল করা হয় পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে। এএআই-এর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সমুদ্রতট ও অগভীর সমুদ্রের উপর পিলার তৈরি করে তার উপরেই RCC প্ল্যাটফর্ম বানানো হবে। তার উপরেই রানওয়ে ও টার্মিনাল বাড়ানো হবে। এই কাজে খরচ হবে প্রায় ১৫০০ কোটি টাকা।

বর্তমানে আগাতি বিমানবন্দর থেকে যাওয়া আসার বিমান খরচ অনেক বেশি। নতুন উন্নতমানের এই বিমানবন্দর তৈরি হলে সেই খরচও অনেকটাই কমবে বলে মনে করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।

সুত্র ঃ এইসময়

আরও পড়ুন

রাতে ঘুম নেই! তাহলে অবশ্যই মেনে চলুন এই কয়েকটি জিনিস

গাড়ির ভিতরে শরীরী মিলনের সময় অদ্ভুত কারণে মৃত্যু হয় এক কিশোরীর!

তারকা ক্রিকেটারকে ‘দুষ্টু’ বার্তা দিলেন এই মত্ত সুন্দরী, দেখুন সেই ভাইরাল ভিডিও

কানের লতিতে ১ মিনিট কাপড় মেলার ক্লিপ লাগিয়ে রাখলে আপনি পাবেন পারফেক্ট যৌনতৃপ্তি

Loading...

Comments

comments