TOP নিউজ

ঘরে ঢুকতে দেয়নি স্ত্রী, তাই আমরণ অনশনে বসল স্বামী

Loading...
 প্রবীর সাহা। আগে বেসরকারি ব্যাঙ্কে ডেইলি কালেকশনের কাজ করতেন। পাশাপাশি চিটফান্ডের এজেন্ট হিসেবেও কাজ করতেন। বাড়ির নিচে একটা দোকানও ছিল। চিটফান্ডের ঝাঁপ বন্ধ হতে চাপ বাড়ে প্রবীরের। দোকান বিক্রি করে আমানতকারীদের বেশ কিছুটা টাকা মেটান। বাকি টাকা মেটাতে পারেননি। পাওনাদারদের আনাগোনা বাড়তে থাকে। তাই ৬ বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। যাওয়ার আগে স্থাবর, অস্থাবর সম্পত্তি লিখে দেন স্ত্রী বেবী সাহার নামে।

বেবীর সঙ্গে ২৮ বছরের বিবাহিত জীবন প্রবীরের। তাঁদের দুই ছেলে। বড় ছেলে কলকাতায় চাকরি করে। ছোটো ছেলে পড়াশোনা করছে। বাড়ি থেকে চলে যাওয়ার পরও ফোনে স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন প্রবীর। কিন্তু, সম্পর্কটা এত তাড়াতাড়ি ‘বদলে’ যাবে তা আশা করতে পারেননি। একবছর আগে বাড়ি ফিরে আসেন। প্রবীরের অভিযোগ, স্ত্রী তাঁকে বাড়িতে ঢুকতে দেয়নি। পুলিশে অভিযোগ করেন। মহকুমাশাসকের দরবারেও যান। লাভের লাভ হয়নি। একবছর ধরে এর-ওর দ্বারে ঘুরে বেরিয়েছেন। বাধ্য হয়ে গতকাল থেকে আমরণ অনশনের সিদ্ধান্ত নেন।

প্রবীরবাবু বলেন, “আমি সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিয়েছি। কয়েকবছর বাইরে ছিলাম। বাড়ি ফেরার পর থেকে আর ঢুকতে দিচ্ছে না। কখনও রেল স্টেশন, কখনও ব্রিজের নিচে আবার কখনও মন্দিরে কাটিয়েছি। সবশেষে এক বৃদ্ধ দম্পতিকে দেখাশোনার কাজ করতাম। তাঁরাও অসুস্থ। তাই, নিজের বাড়ি ফিরে আসি। কিন্তু, স্ত্রী ঢুকতে দিচ্ছে না। বাধ্য হয়ে আমরণ অনশনের পথ বেছে নিয়েছি।” তাঁর অনুমান, “দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্ত্রী হয়ত বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে।”

অনশনের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থানে আসে পুলিশ। প্রবীরবাবুকে বুঝিয়ে অনশন তুলে নেওয়ার আবেদন জানায়। ফ্লেক্সও খুলে দেওয়া হয়। তবে, প্রবীরবাবু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাড়ি ঢুকতে না দিলে তিনি অনশন চালিয়ে যাবেন। পরে অবশ্য পুলিশের জোরাজুরিতে অনশন তুলে নেন। স্বামীর এহেন কাণ্ডে মুখে কুলুপ বেবীর। বাড়ির দরজা, জানালা বন্ধ করে রেখেছেন। কথাও বলতে চাননি।

স্থানীয়রা সব দেখেশুনে প্রবীরবাবুকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Loading...

Comments

comments