TOP নিউজ

ধর্ষক বাবার প্রাসাদ চত্ত্বরের মধ্যেই ‘সেক্স কেভ’, সেখানে চলত বাবার নানা কুকীর্তি!

Loading...

ডেরা সচ্চা সওদা প্রধান রাম রহিম সিং-কে নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে, সেই সময় ফের উঠে এল বাবাজির নতুন আরও এক কীর্তি। গুরমিত রাম রহিম সিং-এর পেল্লায় প্রাসাদের মধ্যে কী কী রয়েছে, তা যখন সবার সামনে উঠে আসতে শুরু করে, সেই সময় প্রাসাদের জলের নীচে ‘সেক্স কেভ’ অর্থাত গোপন গুফা রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং, সেই গুফা কোথায় রয়েছে, তা খোঁজার চেষ্টাও চালানো হচ্ছে।

জানা যাচ্ছে, ওই গোপন গুফার মধ্যেই নাকি মহিলাদের নিয়ে নানারকমের কুকীর্তি করতেন রাম রহিম সিং। জোর করে সেখানে মহিলাদের নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হত বলেও অভিযোগ।

রিপোর্টে প্রকাশ, ওই গুফাটি কোথায় রয়েছে, জলের নীচে তার খোঁজ চালানো হচ্ছে। তবে রাম রহিমের প্রাসাদ চত্ত্বরে যে সুইমিং পুল রয়েছে, তার নিচেই সম্ভত ওই সেক্স কেভ অর্থাত গুফা গড়ে তুলেছিলেন ডেরা প্রধান।

তবে পুলিশ শিগগির ডেরা প্রধানের প্রাসাদ চত্ত্বরে তল্লাশি শুরু করবে। এবং সেখান থেকেই যাবতীয় তথ্যও উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

গার্লফ্রেন্ড’কে ভয় দেখাতেই হাতে ‘নীল তিমি’র জুজু কলকাতার এই ছাত্রের!

জলের দরে ডেটা, এবার মাত্র ৫ টাকায় পাবেন ৪জিবি ডেটা!

Loading...

Comments

comments