TOP বিজ্ঞান ও প্রযুক্তি

জেনে নিন ৭ দিন আগের হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করার পদ্ধতি

Loading...

এই মুহুর্তে বিশ্বে অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপের নাম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা ১০০ কোটির বেশি। যদিও শুরুর দিনের থেকে এখন অনেকটাই বদলে গিয়েছে হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি এক আপডেটে হোয়াটসঅ্যাপে কোন মেসেজ পাঠিয়ে আবার মুছে দেওয়া সম্ভব হচ্ছে। ফলে ভুল করে আপনি যদি অন্য কাউওকে কোন মেসেজ পাঠিয়ে দেন সেই ক্ষেত্রে কাজে লাগছে নতুন এই ফিচার। কোম্পানির তরফে জানানো হয়েছিল কোন মেসেজ পাঠানোর ৭ মিনিট পর্যন্ত ডিলিট করে ফেলা যাবে যেকোন মেসেজ। যদিও ৭ মিনিটের পরেও ডিলিট করা যাচ্ছে পাঠিয়ে দেওয়া মেসেজ। মনে করা হচ্ছে কোন টেকনিকাল সমস্যার জন্য যে কোন মেসেজ ৭ দিনের মধ্যে মুছে ফেলা সম্ভব হচ্ছে।

আসুন দেখে নিন কিভাবে করবেন,

স্টেপ ১। আপনার ফোনের WiFi ও মোবাইল ডাটা কানেকশান বন্ধ করুন।

স্টেপ ২। এবার সেটিংস এ গিয়ে Apps -> Whatsapp এর মধ্যে Force Stop এ ট্যাপ করুন।

স্টেপ ৩। এবার সেটিংস এ গিয়ে আটোমেটিক ডেট ও টাইম আপডেট বন্ধ করুন।

স্টেপ ৪। এবার আপনি মেসেজটি যখন পাঠিয়েছিলেন আপনার ফোনের ডেট ও টাইম সেই সময়ে সেট করে দিন।

স্টেপ ৫। এবার হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজটি সিলেক্ট করে ‘Delete For Me’ বা ‘Delete For Everyone’ করে দিন। এবার আপনার ফোনের ডেট ও টাইম ঠিক কিরে ফেলুন।

সূত্র -বেঙ্গলি গিজবট

আরও পড়ুন

কোলাঘাটের ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল দু’মাথার বাছুর

সানি লিওনের পর বলিউডে আর এক পর্নস্টারের আবির্ভাব। দেখে নিন ছবিসহ তার পরিচয়

বিয়ের পর কি গোয়ায় থাকবেন দীপিকা-রণবীর?

নিজের সম্ভ্রম বাঁচাতে গায়ে আগুন দিল অষ্টম শ্রেণির ছাত্রী

Loading...

Comments

comments