TOP খেলা

যাত্রীদের খাবার চুরি করে খাচ্ছেন বিমানসেবিকা, হরভজনের টুইট করা ভিডিওয় শোরগোল

Loading...

ভারতীয় বিমানসংস্থাগুলিকে নিয়ে যাত্রীদের নালিশের শেষ নেই। কখনো বিমান দেরিতে ছাড়ার অভিযোগ তো কখনো যাত্রীর ওপর গুন্ডাগিরি, একের পর এক অভিযোগে বিদ্ধ বিমানসংস্থাগুলি। তাই বলে যাত্রীদের খাবার চুরির অভিযোগ! তাও আবার বিমানসেবিকাদের বিরুদ্ধেই। ক্রিকেটার হরভজন সিং-এর ট্যুইটে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হরভজনের ট্যুইট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, যাত্রীদের জন্য সাজানো খাবার থেকে চামচ দিয়ে তুলে খাচ্ছেন এক বিমানসেবিকা। ট্যুইটে হরভজন লিখেছেন, ‘এর পর থেকে বিমানযাত্রার সময় পাতে মুরগির মাংস কম পড়লে ভাববেন না এটা বিমান সংস্থার খরচ কমানোর ফিকির।’

তবে এটি কোন উড়ানের ছবি তা অবশ্য স্পষ্ট হয়নি। ট্যুইটে কিছু জানাননি হরভজনও। চেনা যাচ্ছে না বিমানসেবিকাকেও। অল্প আলোয় তোলা ভিডিওটিও যথেষ্ট ঘোলাটে।

দেখুন সেই ভিডিওটি –

সুত্র ঃ ২৪ ঘণ্টা

আরও পড়ুন

গ্রাম বাংলার মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় এবার সস্তায় পাটের স্যানিটারি ন্যাপকিন

মেয়েদের স্কার্টের নীচের ছবি তোলার জন্য চটিতে ক্যামেরা ! ধৃত যুবক

ভালবাসার সঙ্গীর সাথে প্রথম শারীরিক সম্পর্কের উপযুক্ত বয়স কত ?

শীতে বাড়ে মেয়েদের রাগ! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ গবেষণায়

Loading...

Comments

comments