TOP নিউজ

বাবার লালসা থেকে বাঁচতে এই ছুতো দেখাতেন সাধ্বীরা! প্রতিরাতেই চলতো বাবার ভণ্ডামি

Loading...

মুখ খুলেছেন বাবার এক সাধ্বী। জানিয়েছেন কোন কৌশলে বাবার লালসা থেকে নিজেকে বাঁচিয়েছিলেন তিনি।

২০ বছরের জন্য ধর্ষক বাবা গিয়েছে রোহতক জেলে। কিন্তু তার কাণ্ডকারখানা সম্পর্কে নিত্যনতুন তথ্য সামনে এসেই চলেছে। এ বার মুখ খুললেন ডেরার আর এক সাধ্বী। নির্যাতিতা সেই নারী জানিয়েছেন, কী ভাবে বাবার যৌন লালসা থেকে বাঁচতে ঋতুমতী হওয়ার অভিনয় করতেন তাঁরা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, ওই সাধ্বী জানিয়েছেন, ‘রকস্টার বাবা’ প্রতিদিন রাত ১১টার সময়ে তার শয়নকক্ষে ডেকে পাঠাত যে কোনও একজন সাধ্বীকে।

ওই সাধ্বী জানান, প্রথম যেদিন তিনি বাবার রাতের বেলা ডেরায় ঢোকার ডাক পান, সেদিনই তিনি বুঝে যান বাবার আসল উদ্দেশ্য। বাবা সেই সময়ে আয়েশ করে বিছানায় শুয়ে শুয়ে পর্ন ছবি দেখছিল। মেয়েটিকে ঘরে ঢুকতে দেখে বাবা ইশারা করে বিছানায় বসতে বলে তাঁকে। তখনই চটজলদি বুদ্ধি খাটান ওই সাধ্বী। বলেন, তাঁর পিরিয়ডস শুরু হয়েছে। এই অবস্থায় তাঁর পক্ষে রাম রহিমের কাছে আসা সম্ভব নয়।

পরে তিনি দেখেন, তাঁর মতো আরও অনেকেই ঋতুমতী হওয়ার অভিনয় করে বাবার ডাক এড়াচ্ছেন। প্রসঙ্গত, ধর্ষক বাবার প্রতি রাতে সাধ্বীদের সঙ্গে যৌন ক্রিয়াকলাপকে সাঙ্কেতিক ভাবে ‘বাবার মাফি’ বলে বর্ণনা করতেন ডেরার বাসিন্দারা।

প্রায় ৫ কোটি ভক্তের এই ‘বাবা’ নিজেকে ঈশ্বর প্রেরিত দূত বলে ঘোষণা করেছিল। বানিয়েছিল সিনেমাও। তার সাজা ঘোষণার পরে তুমুল অশান্তি করেছিল ভক্তরা। হয়েছিল প্রাণহানিও। বাবাও আদালতে বিস্তর কান্নাকাটি করেছিল। কিন্তু ক্রমেই সামনে আসছে ভয়ঙ্কর সব তথ্য।

আপাতত আশ্রমের দুই সাধ্বীকে ধর্ষণের অপরাধে ১০ বছর করে মোট ২০ বছরের জন্য জেল খাটছে ধর্ষক বাবা। কিন্তু তার কুকর্মের নিত্যনতুন খবর প্রকাশ্যে আসার বিরাম নেই।

আরও পড়ুন:

ধর্ষণে করে কি পান? শতাধিক ধর্ষকের উত্তর চমকে দিল এই তরুণীকে

এবার বান্ধবীর সঙ্গেও ব্রেকআপ হল কপিল শর্মার!

Loading...

Comments

comments