TOP নিউজ

যুবতীকে গণধর্ষণ করে নদীর ধারে ফেলে পালালো তার-ই প্রেমিক ও বন্ধুরা

Loading...

ধর্ষণ করে প্রেমিকাকে ফেলে চলে যাবার অভিযোগ উঠল এক যুবক ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটায়। যুবতীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। শনিবার ডুয়ার্সের নাগরাকাটার মূর্তি সেতুর পার থেকে উদ্ধার করা হয় যুবতীকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবতীর বয়স ২২ বছর। তিনি চা-বাগানের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে মালবাজার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

যুবতীর অভিযোগ, প্রেমিক ও তার বন্ধুরা তাঁকে ধর্ষণ করে মুর্তি সেতু থেকে নিচে ফেলে দেয় গতকাল রাতে। যদিও পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদ না করে কিছুই জানাতে চাইছে না। যুবতীর বাড়ির লোকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ডুয়ার্সের কোন এলাকার বাসিন্দা কেউ কিছুই বলতে না পারলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও চা-বাগানের বাসিন্দা এই যুবতী। পুলিশ যুবতীকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে।

Loading...

Comments

comments