TOP আন্তর্জাতিক

৬০ বছরের নিবিড় বন্ধুত্বর পর DNA টেস্ট জানাল তাঁরা ভাই

Loading...
এ যেন বলিউডি চিত্রনাট্য! একে অপরের বন্ধু। বহু বছর পর জানতে পারলেন, দু’জনে আসলে একই মায়ের সন্তান। হাওয়াইয়ে ঠিক এটাই ঘটেছে। দু’জনেই অভিন্ন হৃদয় বন্ধু। গত ৬০ বছর ধরে। সম্প্রতি তাঁরা জানতে পেরেছেন আসলে তাঁরা সহোদর। দুই ভাই।

অ্যালেন রবিনসন ও ওয়ালটার ম্যাকফারলেন গত ৬০ বছর ধরে বন্ধু। দু’জনে ১৫ মাসের ছোটবড়। হাওয়াইয়ের বাসিন্দা। হনুলুলুতে স্কুলে পড়তেই দু’জনের বন্ধুত্ব হয়। রবিনসন ছিলেন দত্তকপুত্র। ম্যাকফারলেন তাঁর বাবাকেই চেনেনই না। সিঙ্গল মাদারের কাছেই মানুষ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে নিজেরে বংশের খোঁজে প্রচুর সার্চ করেও কিছু হদিশ না পেয়ে শেষমেশ পারিবারিক ইতিহাস ও DNA ম্যাচিং ওয়েবসাইটের দ্বারস্থ হন। ম্য়াকফারলেনের মেয়ে ক্যান্ডির কথায়, ‘আমরা দেখলাম, দু’জনের সব ধীরে ধীরে মিলে যাচ্ছে। মিলেছে DNA-ও।’

খবরটা বড়দিনের উত্‍‌সবে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে ডেকে তাঁরা জানান। এখন দু’জনে একসঙ্গে অবসরের পরিকল্পনা করেছেন। বাকি জীবনটা একসঙ্গে মজা করে কাটাবেন।

সুত্র ঃ এইসময়

আরও পড়ুন

সাবধান! ভুল করেও এই চার মহিলাকে কখনো অসম্মান করবেন না

সাবধান !অনলাইনে শপিং-এ স্মার্টফোনের পরিবর্তে আসতে পারে পাথর

এই রূপসী ন্যুড মডেলকে জঙ্গি ‘তৈরি’ করছিল ISIS!

জানেন কি ভেলিগুড়ে রয়েছে কিছু অশেষ গুণ?

Loading...

Comments

comments