TOP বিনোদন লাইফস্টাইল

বাহুবলীর ‘বল্লালদেব’কে চিনতেই পারল না তাঁর পরিবার!

Loading...

লুক বদলাতেই পারে। তাই বলে এ রকম! যে কাছের লোকজনও চিনতে পারবে না!

দম মারো দম, বেবি, গাজি অ্যাটাক, ইয়ে জবানি হ্যায় দিওয়ানি— বলিউডের নানা ছবিতে নানা রকমের চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে রানা ডগ্গুবতীকে। কিন্তু ‘বাহুবলী’তে বল্লালদেবের চরিত্রে অভিনয় করে তিনি ইতিমধ্যেই ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন দেশ-বিদেশের অসংখ্য দর্শক-অভিনেতা-ফিল্ম সমালোচকদের কাছ থেকে। ‘বাহুবলী’র জন্য প্রচুর পরিশ্রম করেছিলেন তিনি নিজের সুঠাম শরীরকে পেশীবহুল করে তুলতে। নিজের পরবর্তী ছবির জন্য ফের নিজের ভোল বদল ঘটিয়েছেন রানা। আর নতুন ছবির জন্য তাঁর লুক এতটাই বদলে গিয়েছে যে, তাঁর আত্মীয়-স্বজনও নাকি তাঁকে চিনতেই পারেননি প্রথমটায়!

হ্যাঁ, পরবর্তী ছবি ‘১৯৪৫’-এ এক ভারতীয় সেনার ভূমিকায় দেখা যাবে রানাকে। টুইট করে নিজের নতুন লুক সকলের সামনে এনেছেন তিনি। ছবিটি দেখে বোঝা যায়, এ চরিত্রের জন্য নিজের ওজন বেশ কিছুটা কমিয়েছেন রানা। কিন্তু সবচেয়ে বড় চমক হল, চরিত্রের স্বার্থে দাড়িও কেটে ফেলেছেন। ফলে সব মিলিয়ে ব্যাপক বদল এসেছে তাঁর চেহারায়। টুইট করে রানা জানিয়েছেন, নভেম্বরেই ‘১৯৪৫’-এর ফার্স্ট লুক সামনে আসবে। কিন্তু তার আগেই রানা ডগ্গুবতীর নতুন লুক রীতিমতো চমকে দিয়েছে সকলকে।

 

আরও পড়ুন:

অবৈধ সম্পর্ক বউমার সঙ্গেসন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

ভার্জিন মেরির ছবিতে এবার ভেসে উঠল পর্নস্টার মিয়ার মুখ। তুমুল সমালোচনা নেটদুনিয়ায়

ফেসবুকে ‘শুভ সকাল’ লিখে পোস্ট করার আগে সাবধান!

সবুজের আস্তরণে সবুজসাথী সাইকেলমমতার নামকরণে ‘সার্থক’,

অর্থ ভাগ্য জয় করতে পাথর অপরিহার্য অংশ।

 

সূত্র : anandabazar

Loading...

Comments

comments