TOP ফটো গ্যালারি লাইফস্টাইল

এই আটটি কাজ নিয়মিত করলে কাটবে আর্থিক দুর্ভাগ্য

Loading...

দুর্ভাগ্য বা আর্থিক দুরবস্থা কাটানোর জন্য অনেক সময়েই বাস্তু দোষকে দায়ী করা হয়। একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আটটি কাজ নিয়মিত করলে বাড়িতে কখনও দারিদ্র আসেনা। বাস্তুমতে এমনই বলা হয়েছে।

102 এই আটটি কাজ নিয়মিত করলে কাটবে আর্থিক দুর্ভাগ্য

কুবেরের কৃপা পাওয়ার জন্য এমনভাবে ঘুমোন, যাতে ওঠার সময়ে আপনার মাথা সবসময়ে পূর্ব অথবা উত্তরদিকে মুখ করে থাকে।

103 এই আটটি কাজ নিয়মিত করলে কাটবে আর্থিক দুর্ভাগ্য

পুজো করার সময়ে নিয়মিত তামার পাত্রে জল ভরে রাখুন এবং পুজোর পরে সেই জল বাড়ির বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিন। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে।  

প্রতিটি তাজা আপডেট পেতে খবরের ঝুলি’র ফেসবুক পেজ লাইক করুন- Khoborer Jhuli- খবরের ঝুলি

103-1 এই আটটি কাজ নিয়মিত করলে কাটবে আর্থিক দুর্ভাগ্য

খাবার বানানোর সময়ে প্রথম রুটিটি গরুকে এবং শেষ রুটিটি কুকুরকে খাওয়ানোর জন্য আলাদা করে রাখুন। এর ফলে বাস্তু দোষের অশুভ প্রভাব কেটে যায়। 

104 এই আটটি কাজ নিয়মিত করলে কাটবে আর্থিক দুর্ভাগ্য

সাফল্য পাওয়ার পথে যে বাস্তু দোষগুলি বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেগুলি কাটানোর জন্য প্রতিদিন সূর্যোদয়ের সময় তামার পাত্র থেকে সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করুন।  

প্রতিটি তাজা আপডেট পেতে খবরের ঝুলি’র ফেসবুক পেজ লাইক করুন- Khoborer Jhuli- খবরের ঝুলি

105 এই আটটি কাজ নিয়মিত করলে কাটবে আর্থিক দুর্ভাগ্য

বাড়ির ঠাকুর-দেবতার মূর্তি বা ছবিতে যে ফুল বা মালা নিবেদন করা হয়, সেগুলি শুকিয়ে গেলেই ফেলে দেওয়া উচিত। শুকিয়ে যাওয়া ফুলগুলি জলে ফেলা উচিত। শুকনো ফুল থেকে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে।

106 এই আটটি কাজ নিয়মিত করলে কাটবে আর্থিক দুর্ভাগ্য

রোজ সকালে তুলসি গাছে জল এবং সন্ধ্যায় ধূপ দিয়ে আরতি করুন। এর ফলে বাস্তু দোষ কমে যায়।

প্রতিটি তাজা আপডেট পেতে খবরের ঝুলি’র ফেসবুক পেজ লাইক করুন- Khoborer Jhuli- খবরের ঝুলি

107 এই আটটি কাজ নিয়মিত করলে কাটবে আর্থিক দুর্ভাগ্য

অসুস্থতা এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য খাওয়ার সময়ে সবসময়ে উত্তর দিকে মুখ করে বসা উচিত।

108 এই আটটি কাজ নিয়মিত করলে কাটবে আর্থিক দুর্ভাগ্য

বেডরুমে বা বিছানার উপরে বসে খাবার খেলে মানুষের দুশ্চিন্তা বাড়ে, খারাপ সময়ে কাটতে চায় না। সেই কারণে খাওয়ার ঘর বা রান্নাঘরের কাছাকাছি বসে খাওয়া উচিত।

আরও পড়ুন:

মোবাইল চুরির ডিপ্লোমা! সিলেবাস- মোবাইল চুরি, পকেটমারি, স্ন্যাচিং! কোর্স ফি মাত্র ১৬ হাজার

পৃথিবী ছাড়াও অন্য গ্রহে রয়েছে প্রাণের অস্তিত্ব। দাবি ভারতীয় বৈজ্ঞানিকের

 

Loading...

Comments

comments