TOP আন্তর্জাতিক

এই কল-গার্লের জন্যই নাকি গদিচ্যুত হয়েছিলেন প্রধানমন্ত্রী হারোল্ড ম্যাকমিলান

Loading...

ফিরে যায় একটু ইতিহাসের দিকে৷ সময় ১৯৬০-এর দশক৷ ক্যাবিনেট মিনিস্টার জন প্রফিউমোর সঙ্গে ক্রিস্টিনের অ্যাফেয়ার প্রকাশ্যে এসে পড়ে৷ গোপন এই সম্পর্ক যখন গোটা বিশ্বের সামনে উঠে আসে তা ইংল্যান্ডে যেন ভূমিকম্প হওয়ারই সমান৷ এর জেরে প্রধানমন্ত্রীকেও গদিচ্যুত হতে হয়৷

এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১৯বছর বয়সেই লন্ডনের এক জনপ্রিয় ক্যাবারে ডান্সার হয়ে উঠেছিলেন৷ তাঁর নাচ দেখার জন্য গণ্যমান্য ব্যাক্তিরাও ভিড় জমাতেন৷ এভাবেই একদিন জন প্রোফিউমার সঙ্গে দেখা হয় ক্রিস্টিনের৷ ক্রমশ সম্পর্ক গাঢ় হতে খাতে তাঁদের৷ তাঁরা বিষয়টিকে লুকনোর চেষ্টা করলেও তা উঠে আসে রাজনীতির আঙিনাতেও৷

বিষয়টি প্রকাশ্যে এসে পড়ায়, জন তাঁর স্ত্রীকেও জানাতে বাধ্য হন৷ তারপর ক্যাবিনেটে জানান৷ এরপরেই তাঁকে পদত্যাগ করতে হয়৷ তাঁর পদত্যাগের এক মাস পরে প্রধানমন্ত্রী হারোল্ড ম্যাকমিলানকেও নিজের পদ থেকে সরে দাঁড়াতে হয়৷ ক্রিস্টিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জনকে সমালোচনার মুখে পড়তে হলেও, ক্রিস্টিন রাতারাতি চর্চার হট টপিক হয়ে ওঠেন৷ এমনকি তাঁর একটি নগ্ন ছবিও সে সময় ভাইরাল হয়ে যায়, যার জন্য ক্রিস্টিনকে ছয় মাস জেলেও কাটাতে হয়েছিল৷

সূত্র ঃ কলকাতা ২৪*৭

আরও পড়ুন

পুরুষদের হাজারো রকমের সেক্সুয়াল ফ্যান্টাসির পাল্লা মহিলাদের তুলনায় অনেক ভারী

জাপানের সমুদ্র উপকূলে ভাসমান অবস্থায় পাওয়া গেল আরও একটি মৃতদেহ বোঝাই নৌকা

এই বিয়ের মরসুমে ফুলশয্যায় ঘর সাজানোর তিন টোটকা জেনে নিন

কেন ভ্যাটিক্যান সিটির সঙ্গে শিবলিঙ্গের হুবুহু মিল জানেন কি?

Loading...

Comments

comments