TOP বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন মডেলের অ্যাকশন ক্যামেরা বাজারে আনলো কেসিও

Loading...

নতুন মডেলের অ্যাকশন ক্যামেরা আনলো কেসিও। ক্যামেরাটির মডেল আই জিজেডই-1। এর আগেও কেসিও অ্যাকশন ক্যামেরা বাজারে ছেড়েছিল। এই সংস্থাটির অ্যাকশন ক্যামেরার বেশ কদর রয়েছে। কেসিও জানিয়েছে তাদের নতুন অ্যাকশন ক্যামেরা ও শক ও ওয়াটার প্রুফ। এছাড়াও এটি ডাস্টপ্রুফ। এমনকি এটি ড্রপ টেস্টেও উতরে গিয়েছে।

শক্তপোক্ত এই ক্যামেরাটি এক্সট্রিম টেম্পেরেচারেও কাজ করবে। এতে আছে ১/২.৩ সিমস সেন্সর। এর অ্যাপারচার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এতে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। এতে ফুল এইচডি ভিডিও এবং ৬ মেগাপিক্সেল মানের স্টিল পিকচার পাওয়া যাবে।

ক্যামেরাটিতে আছে থ্রি অ্যাক্সিস মুভি ইমেজ স্ট্যাবলাইজার। এটি দিয়ে স্লো মোশনের ভিডিও করা যাবে। এছাড়াও এতে কন্টিনিউয়াস শটও নেওয়া যাবে। ডিভাইসটিতে স্টোরিও মাইক্রোফোন রয়েছে। যার সাহায্যে ব্যাকগ্রাউন্ড নয়েস ক্যানসেল করা যাবে। এত সব ফিচার সমৃদ্ধ এই দুর্দান্ত ক্যামেরাটির দাম জাপানের বাজারে ৪৬০০০ ইয়েন।

সূত্র ঃ ২৪ ঘণ্টা

আরও পড়ুন 

পাকিস্তানের এই মন্দিরের সামনের পুকুর নাকি শিব ঠাকুরের চোখের জলেই তৈরি

‘পদ্মাবতী’র মুক্তি নিয়ে জট কাটাতে সংসদীয় কমিটির সঙ্গে দেখা করলেন সঞ্জয়লীলা বনশালি

ভারোত্তলনে ভারত-কে সোনা এনে দিলেন ইম্ফলের মীরাবাঈ চানু

আন্তর্জাতিক চাপের মুখে নতিস্বীকার পাকিস্তানের, ফের গ্রেফতার করা হল হাফিজ সইদকে

Loading...

Comments

comments