সম্প্রতি নতুন করে শিরোনামে এসেছেন মডেল গৌরী অরোরা। পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়ে আগেই আলোচিত হয়েছেন তিনি। তবে কেউ বোধ হয় ভাবেনি যে শুধু নারীত্ব পাওয়াই নয়, বিকিনি পরে আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হেঁটে যাবেন গৌরী। সেই দৃশ্যই দেখা গেল কিছুদিন আগে। এমটিভি ‘ইন্ডিয়ার নেক্সট টপ মডেল’ শো’তে বিচারকদের সামনে বিকিনি পরে হেঁটে এলেন তিনি। যে নাকি কিছু আগেই গৌরব নামে পুরুষ হিসেবে অংশ নিয়েছিলেন চ্যানেলেরই আর এক শো ‘স্প্লিটসভিলা’তে।
বিচারকের আসনে ছিলেন মালাইকার অরোরা, মিলিন্দ সোমান, ডাব্বু রতনানির মত বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর সেখানে নিজের সম্পর্কে বলতে গিয়ে গৌরী বললেন, ‘নারী হওয়া একটা ঈশ্বরপ্রদত্ত উপহার। আমি নিজেকে একটা ‘ভ্যাজাইনা’ উপহার দিয়েছি। তিন বছর আগে আমি একজন পুরুষ মডেল ছিলাম। ম্যাগাজিনের কভারেও জায়গা করে নিয়েছিলাম। আমার এইট প্যাক অ্যাবস ছিল, ১৬ ইঞ্চি বাইসেপ। খুবই ফিট মডেল ছিলাম আমি। আজও আমি নার্ভাস। কারণ, আমার কাঁধ চওড়া। তবে প্রত্যেকদিন আমি একজন নারী হয়ে উঠছি। ‘
পরে গৌরী আরও বলেন, ছোট থেকে এক অদ্ভুত অনুভূতি ছিল তাঁর। তবে কাউকে বলতে পারেননি। তবে তাঁর বাবা-মা বরাবরই তাঁর পাশে থেকেছেন। তিনি বিকিনি পরতে পারবেন কিনা প্রশ্ন করা হলে গৌরী বলেন, ‘আমার বয়ফ্রেন্ড আর আমার বাবা আমাকে বিকিনি পরতে বারণ করেছেন কারণ মহিলা হিসেবে এটাই আমার প্রথম শো আর সবাই ভাববে আমি এই শো’-এর জন্যই লিঙ্গ পরিবর্তন করেছি। ‘
She had 8-pack abs, 16-inch biceps and everything a girl dreams of in a guy. Why do you think she chose to change her gender? Watch it here. pic.twitter.com/HMvMnqtHPW
— MTV India (@MTVIndia) October 25, 2017
সূত্র ঃ কলকাতা ২৪*৭
আরও পড়ুন
দলে দলে নীলছবিতে কাজে আসছেন পড়ুয়ারা, কারণটা জানলে চমকে উঠবেন
শারীরিক সম্পর্ক বা কাম ছাড়া ভালোবাসা যেন আতসবাজি ছাড়া উৎসব
প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় গীতাপাঠ করে শীর্ষস্থানে মুসলিম কন্যা
অস্ট্রেলিয়ার নয়া ট্রেন প্রযুক্তির সাহায্যে এবার রেললাইন দিয়ে ছুটবে সোলার ট্রেন