TOP নিউজ বিনোদন

‘পদ্মাবতী’র ঘুমর নাচ নাচলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব

Loading...

ভারতীয় সিনেমায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম ‘পদ্মাবতী’। ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। কিন্তু ‘পদ্মাবতী’কে নিয়ে উত্সাহে কোনওভাবেই ভাঁটা পড়েনি। থামেনি বিতর্কও। যোগী রাজ্যেও ‘পদ্মাবতী’কে নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। তারই মাঝে দেখা গেল যদু বংশে অন্য ‘পদ্মাবতী’! তিনি নাচলেন ঘুমর গানে।

ছবিতে দীপিকার ‘ঘুমর’ নাচ বহুল প্রশংসিত হয়েছে। এবার সেই ‘ঘুমর’ গানের তালেই পা মেলাতে দেখা গেল সমাজবাদী পার্টি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের পূত্রবধূকে। দীপিকার মতই লেহেঙ্গা সজ্জিত হয়ে ‘ঘুমর’ গানটির সঙ্গে নাচ করেন অপর্ণা যাদব। লখনউতে ভাইয়ের বাগদান অনুষ্ঠানে নাচ করেন অপর্ণা। ইতিমধ্যেই ভাইরাল সেই নাচের ভিডিওটি।

দেখুন কীভাবে ‘পদ্মাবতী’ হয়ে উঠলেন অপর্ণা যাদব-

https://youtu.be/He2uTpULE4M

এদিকে, ‘পদ্মাবতী’র গানের সঙ্গে এভাবে নাচ করার জন্য অপর্ণা যাদবকে একহাত নিয়েছেন করণি সেনা নেতা লোকেন্দ্র সিং কালভি। নিজে রাজপুত হয়েও এভাবে প্রকাশ্যে নাচ করায় রাজপুত ভাবাবেগে অপর্ণা যাদব আঘাত হেনেছেন বলে অভিযোগ করেছেন কালভি।

সূত্র ঃ ২৪ ঘণ্টা

আরও পড়ুন 

এবার সীসার পরে ছাই পাওয়া গেল! আবার বিপদের আভাস ম্যাগিতে

ফর্মুলা ওয়ানের গাড়ি আর চিতার রেস হলে কে জিতবে জানেন? দেখুন সেই রোমহর্ষক ভিডিও

বাংলাদেশ পুলিশের ৮ ঘণ্টার অভিযানে ৩ সন্দেহভাজন জঙ্গি নিহত হল

পাঁচ বছর ধরে জন্মদিনে মৃত বাবার শুভেচ্ছা চিঠি পান আমেরিকার টেনেসির বেইলি!

Loading...

Comments

comments