TOP বিনোদন

সম্প্রতি এক ব্রিটিশ মিডিয়ার খবরে জানাল, বিয়ে ভাঙছেন অনুষ্কা!

Loading...

বিখ্যাত সেতার বাদক অনুষ্কা শঙ্কর বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফেলেছেন ব্রিটিশ পরিচালক জো রাইটের সঙ্গে। সাতবছরের বিয়ে ভেঙে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পণ্ডিত রবিশঙ্করের কন্যা। পরিবারের এক আত্মীয় এই খবর সংবাদমাধ্যমে ফাঁস করেছেন। যা নিয়ে ব্রিটিশ মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।

পেজসিক্স নামে এক ওয়েবসাইটেক অনুষ্কার এক আত্মীয় বলেছেন, আমি নিশ্চিত করতে পারি যে জো রাইট ও অনুষ্কার বিয়ে ভেঙে গিয়েছে। দুই সন্তানের দায়িত্ব কীভাবে সামলানো হবে তা দুজনে বুঝে নিয়েছেন।

অনুষ্কা পণ্ডিত রবিশঙ্করের মেয়ে হলেও মিউজিশিয়ান হিসাবে সারা বিশ্বে খ্যাতি পেয়েছেন। রাইট পরিচালক হিসাবে ডার্কেস্ট আওয়ার – এর জন্য পরিচিতি পেয়েছেন।

সপ্তাহখানেক আগে নতুন একটি গীতরচনা করে অনুষ্কা ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই রচনায় বিচ্ছেদের কথাই ফুটে উঠেছে। তাহলে কী আগামিদিনে অনুষ্কার সুরে বিচ্ছেদের আবহ টের পাওয়া যাবে? বিচ্ছেদের খবর সামনে আসার পর ভক্তমহলে গুঞ্জন শুরু হয়েছে। ২০১০ সালে লন্ডনে একটি প্রাইভেট পার্টিতে চার হাত এক হয় অনুষ্কা ও জো-র। তাদের দুই সন্তান রয়েছে। জো এর আগে হলিউড তারকা রোসামুন্ড পিকের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে সেই বিয়ে ভেঙে বেরিয়ে আসেন।

সূত্র -ওয়ান ইন্ডিয়া

আরও পড়ুন

পলাতক প্রেমিক, স্বেচ্ছামৃত্যুর আর্জি অন্তঃসত্ত্বা কিশোরীর

বিয়ের দিনটিতে নিজেকে সুন্দর দেখাতে চান? রইল কিছু টিপস

এক ঝলকে দেখে নিন ২০১৮ এর বলিউডের সিক্যুয়েলগুলি

ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য ইয়ামি গৌতমের হটেস্ট ফটোশুট, রইল কিছু এক্সকুলসিভ ছবি

Loading...

Comments

comments